রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ার কারণেই রোগী চিকিৎসায় বিলম্ব হয়। তাই চিকিৎসায় গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। এ বার রোগীদের রক্ত-সহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট হয়ে যাওয়া মাত্রই হাসপাতালের নিজস্ব নেটওয়ার্কে আপলোড করে দেওয়া হবে। ফলে চিকিৎসকরা ওয়ার্ডে বসে ক্লিক করেই পরীক্ষার সমস্ত রিপোর্ট দেখে নিতে পারবেন। এর ফলে গতি বাড়বে রোগী চিকিৎসার।
বুধবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর শুভাশীষ কমল গুহ , রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক চিকিৎসক রাণা চট্টোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা।
রাণা চট্টোপাধ্যায় বলেন, ' হাসপাতালের ইন্ডোরে ভর্তি থাকা রোগীদের পরীক্ষার রিপোর্ট তৈরি হয়ে গেলেই তা সঙ্গে সঙ্গে হাসপাতালের কম্পিউটার নেটওয়ার্কে আপলোড করে দেওয়া হবে। এর ফলে রোগীদের আর রিপোর্ট নিয়ে ওয়ার্ডে যেতে হবে না। চিকিৎসকরা ওয়ার্ডে বসেই সেই রিপোর্ট পাবেন। ফলে দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা যাবে।'
অর্থাৎ শনিবার যদি কোনও রোগীর যদি কোনও পরীক্ষা হয় তবে তার রিপোর্ট পেতে সোমবার হয়ে যেত। এই অনলাইন ব্যবস্থার ফলে, শনিবার রিপোর্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা হাসপাতালের নেটওয়ার্কে আপলোড করে দেওয়া হবে। ফলে শনিবারই চিকিৎসাও শুরু হয়ে যাবে।
সুবিধা দু'টি
এর ফলে দু'টি সুবিধা হবে বলে জানাচ্ছেন তিনি। প্রথমত, রোগী চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হবে। অনেক সময়ই দেরি হওয়ার কারণে রোগী যা জটিল হয়ে যেত। দ্বিতীয়ত, রোগীরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দ্রুত বেডও খালি হবে। রোগী কল্যাণ সমিতির এই সিদ্ধান্তে রোগীর পরিজনদের পাশাপাশি খুশি হাসপাতালের চিকিৎসকরাও।