বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > School Reopens: ছোটদের জন্য খুলছে প্রাইমারি স্কুল, একনজরে দেখুন পালন করতে হবে কোন কোন নিয়ম

School Reopens: ছোটদের জন্য খুলছে প্রাইমারি স্কুল, একনজরে দেখুন পালন করতে হবে কোন কোন নিয়ম

ইউনিসেফের রিপোর্ট বলছে, স্কুল বন্ধ হওয়ার কারণে ছোট শিশুদের ক্ষতি চরমে। বিশ্বজুড়ে ১০ বছর বয়সিদের ৭০%-ই একটি সাধারণ বাক্যই পড়তে বা বুঝতে পারছে না। নিম্ন এবং মধ্য আয়-বিশিষ্ট দেশগুলিতে এর আগে এই সংখ্যা ৫৩% ছিল। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Francis Mascarenhas)

নির্দেশিকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর স্কুলগুলিকে জানিয়েছে যে কোন কোন নির্দেশিকা মেনে স্কুল চলবে।

আগামীকাল বুধবার থেকেই খুলছে ছোটদের প্রাইমারি স্কুল। প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাসরুমের দরজা খোলার আগেই অবশ্য নির্দেশিকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর স্কুলগুলিকে জানিয়েছে যে কোন কোন নির্দেশিকা মেনে স্কুল চলবে। একনজরে দেখে নিন সেই নির্দেশিকা :

  •  স্কুল খোলার আগেই শিক্ষক ও অ-শিক্ষক কর্মীদের শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পুরোপুরি অবগত করতে হবে।
  •  পড়ুয়াদের দূরত্ব বিধি মেনে বসানো, ক্লাসে পড়ানোর সময় কোভিডবিধি পালন, হাত ধোয়া, অভিভাবক এবং শিক্ষার্থীদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে স্কুলের প্রধআন শিক্ষককে একটি বৈঠক ডাকতে হবে।
  •  স্কুলের পরিচ্ছন্ন রাখতে সঠিকভাবে পর্যাপ্ত জীবানুনাশকের ব্যবহারের বিষয়ে সাফাই কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে।
  •  স্কুলের মিড ডে মিল রান্নার সময় যাতে গ্লাভস, মাস্ক,  মাথা ঢাকার টুপি, অ্যাপ্রন পরা হয় এবং দূরত্ব বজায় রেখে রান্না করে, সেই বিষয়ে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীকে সবিস্তারিত নির্দেশিকা পাঠাতে হবে। বাসন মাজার সময়ও মানতে হবে বিশেষ নির্দেশ। 
  •  এদিকে স্কুল ও বাড়িতে কীভাবে থাকতে হবে, সেই নিয়ে অভিভাবকদেরও একটি নির্দেশিকা পাঠানো হবে। বলা হয়েছে, শিক্ষার্থীকে মাস্ক পরিয়েই স্কুলে পাঠাতে হবে অভিভাবকদের। তাছাড়া স্কুলের নয়া রুটিন, নতুন করে পড়ানোর পদ্ধতি, পড়াশোনার সময়কাল, সবই স্পষ্ট করে উল্লেখ করা থাকবে সেই নির্দেশিকায়।
  •  এদিকে স্কুলে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে পড়ুয়াদের বাড়ি পাঠাতে হতে পারে। সেই কারণে সব অভিভাবকদের ফোনের তালিকা তৈরি রাখা আবশ্যিক স্কুলগুলির জন্য।
  •  স্কুলের করিডর, শৌচালয়ের সামনে, পানীয় জলের জায়গায় বা খেলার মাঠে যাতে ভিড় না জমে, সেদিকে নজর রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। 
  •  যে স্কুলকর্মীদের টিকাকরণ বাকি, তাদের টিকাকরণ প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন করতে হবে।
  •  তাছাড়া স্কুল চত্বরে কোভিডবিধি সংক্রান্ত সচেতনামূলক পোস্টার লাগাতে হবে কর্তৃপক্ষকে।    

 

 

বন্ধ করুন