সরকার, সরকার-পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে আজ ২ মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। এপ্রিল মাসে কয়েকদিন তাপপ্রবাহ থাকায় গরমের ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে আবহাওয়া কিছুটা উন্নত হয়েছে। মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় গরমের দাপট সেরকম নেই। আজ থেকে স্কুলগুলিতে ছুটি শুরু হলেও কবে খোলা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শিক্ষা দফতর স্কুল খোলার অনুমতি দিলে তারপরেই স্কুল খোলা হবে। তবে এক মাস আগে স্কুল খোলা সম্ভাবনা নেই বলেই মনে করছেন শিক্ষকদের একাংশ। এই পরিস্থিতিতে আবহাওয়া উন্নত হওয়ার পরেও কেন তড়িঘড়ি স্কুল ছুটি দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন শিক্ষক সংগঠন। এবার তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেকে চিঠি দিয়ে স্কুল খুলে রাখার অনুরোধ জানাল।
ছুটির আগে শেষ দিন স্কুল হয়েছে শনিবার। একটি স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ‘অনেক পড়ুয়া জিজ্ঞেস করেছে কবে স্কুল খুলবে। কিন্তু আমরা তাদের উত্তর দিতে পারিনি।’ প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন, বর্তমানে আবহাওয়া উন্নত হয়েছে। এখন আর তাপপ্রবাহ নেই। ফলে এই পরিস্থিতিতে গরমের ছুটি দেওয়ার কোনও মানে হয় না। আমরা চাই যে পড়ুয়াদের স্বার্থে স্কুল খোলা থাকুক। শিক্ষা দফতর এবং শিক্ষামন্ত্রীকে আমরা এই মর্মে চিঠি দিয়েছি।’ এদিকে, গরমের ছুটি পড়ায় স্কুলগুলিতে চার বছর ধরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে না বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। তাদের বক্তব্য, প্রথম দুবছর কোভিডের কারণে এবং তারপরের বছর গরমে ছুটি পড়ে যাওয়ার কারণে স্কুলগুলিতে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়নি। এবারও ছুটি পড়ে যাওয়ায় রবীন্দ্র জয়ন্তী পালন করা সম্ভব হবে না বলে মনে করছেন শিক্ষকরা।
যদিও সরকারের দেখানো পথ অনুসরণ না করে বেশ কিছু বেসরকারি স্কুল নিজেদের মতো করে গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপাতত বেশ কিছু স্কুল অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। যদিও অনলাইন ক্লাসের সুবিধা কতজন পড়ুয়া নিতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, গরমের ছুটি নিয়ে অনেক অভিভাবক প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এখন আবহাওয়া বেশ আরামদায়ক রয়েছে। ফলে সকালের দিকে ক্লাস করলে পড়ুয়াদের সুবিধা হত। যদিও শিক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আপাতত নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে আজ থেকে স্কুলগুলিতে ছুটি কার্যকর হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup