বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > খুলে গেল শিয়ালদা মেট্রো স্টেশন, শেষ হতে চলেছে বিধাননগরে অটোচালকদের গাজোয়ারি?

খুলে গেল শিয়ালদা মেট্রো স্টেশন, শেষ হতে চলেছে বিধাননগরে অটোচালকদের গাজোয়ারি?

প্রতীকি ছবি

বর্তমানে বিধাননগর রোড স্টেশনে নেমে বাসে বা অটো রিকশয় সেক্টর ফাইভে যান নিত্যযাত্রীরা। দক্ষিণ শহরতলির বাসিন্দারা সরাসরি বাসে বা শিয়ালদায় নেমে অটো রিকশয় করে চলে আসেন চিংড়িঘাটা।

উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের। তারই সঙ্গে কলকাতা ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় এল এক বিরাট বদল। এখন শুধু বাণিজ্যিকভাবে পরিষেবা শুরুর অপেক্ষা। মেট্রো শিয়ালদা পৌঁছনোয় সব থেকে খুশি কলকাতার উত্তর ও দক্ষিণ শহরতলির বাসিন্দারা। খুশি হাওড়া - হুগলি ও বর্ধমানের একাংশের বাসিন্দারাও। হাঁফ ছেড়ে বেঁচেছেন বিধাননগর সেক্টর ফাইভে কর্মরত কয়েক লক্ষ মানুষ। ওদিকে প্রমাদ গুনছেন অটোরিকশ চালকরা।

সোমবার শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে শিয়ালদা মেট্রোর বাণিজ্যিক পরিষেবা। আর তার সঙ্গেই শেষ হবে সেক্টর ফাইভে চাকরিরত অন্তত ২ লক্ষ মানুষের রোজের ভোগান্তি।

বর্তমানে উত্তর হোক বা দক্ষিণ, কিংবা হাওড়া শাখা, সেক্টর ফাইভ পৌঁছতে ভরসা বাস অথবা অটোরিকশ। আর অফিস শুরু আর ছুটির সময় বাসে পা রাখা দায় হয়। ফলে অটো রিকশর দিকে মুখ করে মানুষ। আর সেই সুযোগে লাফিয়ে বাড়তে থাকে অটো ভাড়া।

বর্তমানে বিধাননগর রোড স্টেশনে নেমে বাসে বা অটো রিকশয় সেক্টর ফাইভে যান নিত্যযাত্রীরা। দক্ষিণ শহরতলির বাসিন্দারা সরাসরি বাসে বা শিয়ালদায় নেমে অটো রিকশয় করে চলে আসেন চিংড়িঘাটা। সেখান থেকে বাসে বা অটোয় পৌঁছন সেক্টর ফাইভে। কিন্তু মেট্রো চালু হলে এদের কাউকেই আর বাস বা অটোয় চড়তে হবে না। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোয় করে ২০ টাকা খরচে পৌঁছে যাবেন সেক্টর ফাইভে। যেখানে বর্তমানে অটোয় পৌঁছতে লাগে অন্তত ৪০ টাকা।

মেট্রো চালু হওয়ায় অটোয় যাত্রী এক ধাক্কায় অনেকটা কমবে বলে আশঙ্কা করছেন অটো রিকশ চালকরা। তাঁদের আশঙ্কা, যাত্রীরা অটো ছেড়ে মেট্রোতেই উঠবেন। ফলে ধাক্কা খাবে তাদের রুজি রুটি। এমনিতেই বেড়েছে অটোর গ্যাসের দাম। তার ওপরে যাত্রী কমলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। সেক্ষেত্রে রুট বদল বা অটো বিক্রি করে দেওয়ারও পরিকল্পনা শুরু করে দিয়েছেন বাসন্তী কলোনি, দত্তাবাদ ও বেলেঘাটার বহু অটো চালক।

এই পরিস্থিতিতে যাত্রীদের যদিও পোয়াবারো। উত্তর শহরতলির যাত্রীরা বলছেন, বিধাননগর রোডে লোকাল ট্রেন থেকে নেমে গেলে একটু সময় বাঁচে। কারণ অনেক সময় শিয়ালদা ঢুকতে দেরি করে ট্রেন। কিন্তু ওই টুকু সুবিধা নেওয়ার জন্য অটোর বাড়তি ভাড়া গুনবেন না কেউ। তাই অটোর ভাড়া ২০ – ২৫ টাকার বেশি হলে বিধাননগর রোডে না নেমে শিয়ালদায় নেমে মেট্রোতেই উঠবেন যাত্রীরা। যার ফলে শেষ হবে বিধাননগর রোড – সেক্টর ফাইফ অটো রুটের চালকদের ইচ্ছা মতো ভাড়া চাওয়ার দিন।

 

বন্ধ করুন