বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sealdah Metro Station: ‘বঞ্চিত রাজ্য’, শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর

Sealdah Metro Station: ‘বঞ্চিত রাজ্য’, শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর

ছবি সৌজন্য পিটিআই

তৃণমূল কংগ্রেস দাবি করেছে, শিয়ালদহ মেট্রো প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উপর ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘এভাবে রাজ্যের পক্ষে কি সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া?’

আগামিকাল উদ্বোধন হতে চলেছে শিয়াদহ মেট্রো স্টেশন। সেক্টর ফাইব থেকে শিয়ালদহ রুটে এর তিনদিন থেকে চালু হবে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা। এই আবহে কলকাতার বুকে অন্যতম বড় প্রকল্পের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেস দাবি করেছে, শিয়ালদহ মেট্রো প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উপর ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘কেন্দ্র যদি এভাবে অসহযোগিতা করে তাহলে রাজ্যের পক্ষে কি সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া?’

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই শিয়ালদহ মেট্রো স্টেশনের রূপরেখা নির্ধারিত হয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী। তবে তাঁকে শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনের অনুষ্ঠানে নাকি আমন্ত্রণ জানানো হয়নি। এই আবহে জানা যাচ্ছে এই মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যদিও সরকারি ভাবে এর ঘোষণা করা হয়নি শনিবার পর্যন্ত। এই আবহে তৃণমূলের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ফিরহাদ হাকিমের এই প্রসঙ্গে বক্তব্য, ‘বাংলার মানুষকে এভাবে বোকা বানাতে পারবে না কেন্দ্র। রাজ্যের মানুষ খুব ভালো ভাবেই অবগত যে এই মেট্রো প্রকল্পের পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল। তিনি এই প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। এরপর মেট্রো প্রকল্পের প্রতিটি পদে রাজ্য সাহায্য করেছে রেলকে। জমির সমস্যা মিটিয়েছে রাজ্য। তা সত্ত্বেও সৌজন্যতাবোধের বালাই নেই কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায় যে যেচে সেখানে যেতে চান, এমনটা নয়। তবে বাহানা করে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে

বন্ধ করুন