বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SLST job seekers: বাম আইনজীবীদের উপর ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের একাংশ, আলিমুদ্দিন ঘেরাওয়ের হুঁশিয়ারি

SLST job seekers: বাম আইনজীবীদের উপর ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের একাংশ, আলিমুদ্দিন ঘেরাওয়ের হুঁশিয়ারি

এবার আলিমুদ্দিন স্ট্রিট ঘেরাওয়ের ডাক (টুইটার)

সম্প্রতি ৭৫০ জনকে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা বিষয়ে নিয়োগের ঘোষণা করে পর্ষদ। ওই প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীর কাউন্সেলিংয়ে ইতিমধ্যেই ডাক পেয়েছেন। কিন্তু মঙ্গলবার সেই নিয়োগে স্থাগিতাদেশ দেয় আদালত।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সম্প্রতি অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাম আইনজীবীদের উপর ক্ষোভে ফেটে পড়লেন চাকরীপ্রার্থীদের একাংশ। তাঁরা আলিমুদ্দিন স্ট্রিট ঘেরাওয়েরও হুমকি দিলেন। যদিও এই ক্ষোভকে তৃণমূলের 'অপপ্রচার' বলে উড়িয়ে দিলেন আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সম্প্রতি ৭৫০ জনকে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা বিষয়ে নিয়োগের ঘোষণা করে পর্ষদ। ওই প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীর কাউন্সেলিংয়ে ইতিমধ্যেই ডাক পেয়েছেন। কিন্তু মঙ্গলবার সেই নিয়োগে স্থাগিতাদেশ দেয় আদালত। এসএসসির কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কাউন্সেলিংয়ে ডাক পাওয়া চাকরি প্রার্থীরা। রাজু দাস নামে এক চাকরি প্রার্থী রাজু দাস আনন্দবাজারকে বলেন,'আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। এবার আলিমুদ্দিন স্ট্রিট ঘেরাও করব। বামপন্থী আইনজীবীরা আপনারা যে ভাবে আমাদের পাশে ছিলেন সেভাবে না থাকলে পশ্চিমবঙ্গে সিপিএমের অস্তিত্ব শেষ করে দেব।' তাঁর কথায়, এই মামলার উত্থাপন করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 'শূন্যপদ থাকলে প্যানেলভুক্তদের নিয়োগ করা নিয়ম। কিন্তু আমাদের বাঁধা দেওয়ার রাজনৈতিক চক্রান্ত করছে বিরোধীরা।'

রাজু দাসের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন,' এটা তৃণমূলের সংগঠিত অপ্রচার। আমরা চাইছি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক। শূন্যপদ থাকা সত্ত্বেও অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হবে কেন?'

বিকাশের এই বক্তব্য মানতে নারাজ রাজুরা। তাঁদের বক্তব্য, 'এই সবই যদি করবেন তবে আন্দোলন মঞ্চে গিয়েছিলেন কেন সিপিএম নেতারা, সেটি কী তবে নাটক ছিল?'

বন্ধ করুন