মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকার সময় থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি সিবিআইয়ের। তাই সিবিআই লুক আউট নোটিশ জারি করে। তার আগে কলকাতা হাইকোর্টে বিষয়টি জানিয়ে পরামর্শ চেয়েছিলেন তদন্তকারী সংস্থার আইনজীবী। এবার সেই লুক আউট নোটিশ জারি হতেই রাজ্য সরকারের বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তাও প্রত্যাহার করা হচ্ছে বলে সূত্রের খবর।
বিষয়টি ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, আজ, শুক্রবার রাজ্য পুলিশ নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার খবর ছড়িয়ে পড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টেট দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা কলকাতা হাইকোর্টে জানিয়েছিল। পরে মানিককে লুকআউট নোটিশ জারি করে সিবিআই। যাতে মানিক দেশের বাইরে এবং রাজ্যের বাইরে যেতে না পারে। ঠিক তার ২৪ ঘন্টার মধ্যে রাজ্য সরকার থেকে বিধায়ক হিসাবে মানিকের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আর কী জানা যাচ্ছে? এই মানিক ভট্টাচার্য পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। মানিক গত কয়েকদিন ধরে ‘নিখোঁজ’ বলে খবর ছড়িয়েছিল। তাই মানিক ভট্টাচার্যের উদ্দেশে একটি লুক আউট নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এবার বিধায়ক হিসাবে রাজ্য সরকারের দেওয়া মানিকের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। মানিককে নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েক বার তলব করা হলেও বিধায়ক ইডির দফতরে হাজির হননি। গত ১০ অগস্টও ইডি ডেকে পাঠিয়েছিল মানিককে। কিন্তু মানিকের পক্ষ থেকে কোনও জবাব মেলেনি। তারপরই মানিকের খোঁজ শুরু করে কেন্দ্রীয় সংস্থাটি বলে খবর।
ঠিক কী বলেছেন মানিক? যদিও একটি বেসরকারি সংবাদমাধ্যমে মানিক ভট্টাচার্য বলেন, ‘আমার কাছে যখন যা নির্দেশ এসেছে তা পালন করেছি। প্রত্যেকটি বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খ পালন করেছি। কোনও সমস্যা নেই। কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি। আমার সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারেন।’