সম্প্রতি নির্মিয়মান সত্য়জিত রায় (বাঘাযতীন) স্টেশনের কিছু ছবি প্রকাশ করেছে MertoRail Blog। দেখে নিন কতটা এগোল কাজ।
1/8কলকাতার উত্তর-দক্ষিণে বিস্তৃত দ্বিতীয় মেট্রো লাইন, নিউ গড়িয়া - এয়ারপোর্ট মেট্রোর কাজ এগোচ্ছে পুরোদমে। কিছুদিনের মধ্যেই এই রুটে আংশিক চালু হতে পারে মেট্রো চলাচল। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলবে মেট্রো। তবে বাকি অংশে মেট্রো চলতে সময় লাগবে। এমনটাই জানানো হয়েছে Metrorail Blog-এর তরফে। সম্প্রতি নির্মিয়মান সত্য়জিত রায় (বাঘাযতীন) স্টেশনের কিছু ছবি প্রকাশ করেছে তারা। দেখে নিন কতটা এগোল কাজ।