বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kunal Ghosh: দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল

Kunal Ghosh: দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল

কুণাল ঘোষ ফাইল ছবি

কুণাল ঘোষ এবার কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। তাঁর প্রোফাইলে রিপোর্ট করার অভিযোগ।

বরাবরই সামাজিক মাধ্যমে সাবলীল কুণাল ঘোষ। আর তিনি কোনও পোস্ট করলেই এমন সব কমেন্ট করা হয় যে কমেন্ট দেখলে অনেকেই লজ্জায় চোখ বুজে ফেলেন। কিন্তু তবুও থামার নাম নেই কুণাল ঘোষের। একের পর এক প্রসঙ্গ উল্লেখ করে তিনি রকমারি সব পোস্ট করেন।

তবে আরজি কর আন্দোলন যখন তুঙ্গে তখন একটা অদ্ভূত পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, সংগঠিত রিপোর্ট করার গ্রুপ। দেখুন আমার, আমাদের কয়েকজনের পেজ-প্রোফাইলে সংগঠিতভাবে রিপোর্ট মারা হচ্ছে। 'ওরা' যুক্তিতর্কে সামলাতে পারছে না। দলবেঁধে রিপোর্ট করার সিদ্ধান্ত ‘ওদের’ গ্রুপে।

এরপর তিনি কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে কিছু মেসেজ রয়েছে। সেই মেসেজের স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন। তবে কুণাল সরাসরি কারোর কথা উল্লেখ করেননি। তিনি লিখেছেন ওরা আর ওদের।

 

তার আগে অপর একটি স্ক্রিনশটের সঙ্গেই লিখেছেন, দেখুন আমার, আমাদের কয়েকজনের পেজ, প্রোফাইলে সংগঠিতভাবে রিপোর্ট মারা হচ্ছে। ওরা যুক্তিতর্কে সামলাতে পারছে না। দলবেঁধে রিপোর্ট করার সিদ্ধান্ত ‘ওদের’ গ্রুপেই।

তবে তিনি সরাসরি ওদের বলতে কাদের কথা বলতে চেয়েছেন সেটা উল্লেখ করেননি।

তবে এই পোস্টের উত্তরে এক নেটিজেন লিখেছেন, আপনাকে এত স্ক্রিনশট, ফোন রেকর্ডিং কে সেন্ড করে? এতো যোগাযোগ যখন যুক্তিতে পারেন না তখন আপনি কেন বলেন আমি সরকারের কেউ না।

অপর একজন লিখেছেন, লোকের ফোন ট্যাপ করুন কল রেকর্ড ঘাটুন, চ্যাট দেখুন কারো কাছ থেকে নিন যা খুশি তাই করুন। কিন্তু সবাই জানে একনায়করা কখনই চিরকাল থাকতে পারে না বিশেষত আমাদের মতো অল্প হলেও গণতন্ত্র থাকা দেশে। মানুষ কষ্ট পাচ্ছে পাবে। আর এই কষ্টই একদিন আপনাদের তাড়াবে। মনে রাখবেন কথাটা।

অপর একজন লিখেছেন, খোলা হাওয়ায় ডিবেট করতে চায় মানুষ আপনার সাথে। পারলে চলে আসুন ধর্না মঞ্চে।

এদিকে রবিবার কুণাল ঘোষ দাবি করেছিলেন, আন্দোলনকারীদের একাংশ আন্দোলন চালানোর পাশাপাশি কাজে ফিরতে চাইলেও অন্য একটা অংশ তাতে বাধা দিচ্ছে। এমনকী, অবস্থানগত ফারাকের জন্য আন্দোলনকারীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়েছে বলেও দাবি করেন কুণাল। এই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট অডিয়ো রেকর্ডিংটি প্রকাশ্যে আনেন তিনি।

তার জবাবে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন ‘কুণাল ঘোষ কী বললেন তাতে কিছু যায় আসে না। আমাদের মধ্যে কোনও সংঘাত নেই। মতপার্থক্য অবশ্যই থাকে। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে সর্বসম্মতভাবে আন্দোলন এগিয়ে নিয়ে চলাই হল গণতান্ত্রিক পদ্ধতি। যে কোনও গণতান্ত্রে এভাবেই কাজ হয়।’

 

বাংলার মুখ খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত যুবক নগ্ন অবস্থায় ধরা পড়ল পানাপুকুর থেকে, নিউ ব্যারাকপুরে আলোড়ন এশিয়ার সেরা রেস্তোরাঁর লিস্টে ভারতের ৭! কলকাতার কতগুলো? Mamata Banerjee: ফুরফুরা শরিফে যাবেন মমতা, কার সঙ্গে দেখা করবেন? হোলি খেলার পরই হাঁচি-কাশি-অ্যালার্জি? শরীর সুস্থ রাখার কয়েকটি টিপস বিরাটের থেকেও বেশি ফিট নীতীশ? Yo Yo টেস্টে পেলেন ১৮! রবিবারই SRH-এ যোগ দিচ্ছেন ভারতীয় সংস্থার ৫০% শেয়ার কিনছে রাশিয়ার কোম্পানি! কাঁচামালের অভাব মেটাতে পদক্ষেপ লাউ উচ্ছের ডাল রান্নার সময় দিন এই ফোড়ন, জিভে জল আনা স্বাদেই চেটেপুটে খাবে সব শুভেন্দুর গাড়ি রেজনিগর ক্রশ করতে দেব না, হুমায়ুনের চ্যালেঞ্জ, কতটা চাপে বিজেপি? সূর্যের মতো উজ্জ্বল হতে পারে ভাগ্য! হাতের তালুতে এই রেখা থাকলেই বাজিমাত বাংলায় তৈরি হচ্ছে চারটি নতুন ইএসআই হাসপাতাল, কেন্দ্রের প্রস্তাবে সাড়া রাজ্যের

IPL 2025 News in Bangla

6,6,6,6,6,6: কোচের কথায় ছয় বলে ৬ ছক্কা, LSG শিবিরে যুবরাজকে মনে করালেন বাদোনি উইকেট কিপিংয়ে ছাড়পত্র না মিললেও, ব্যাট হাতে নামতে পারেন সঞ্জু,স্বস্তি RR শিবিরে ইডেনে KKR-এর ম্যাচের দিনে মোহনবাগানের সেমিফাইনাল, দেখে নিন ISL-এর প্লে-অফের সূচি IPL 2025 শুরুর আগে দেখে নিন CSK-র সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ IPL ফ্র্যাঞ্চাইজিগুলি বিশেষ শর্তে এক ম্যাচের জন্যও পরিবর্ত নিতে পারবে- রিপোর্ট দ্রাবিড়ের একটা কথাই বদলে দিল সঞ্জুর কেরিয়ার! অজানা গল্প শোনালেন RR ক্যাপ্টেন রিঙ্কু থেকে পন্ত, দ্রাবিড় থেকে নেহরা, ল্যাঙ্গার- রঙের উৎসবে রঙিন হল IPL দলগুলো ধোনির ফাঁদে পা দিয়েই ফেঁসে গিয়েছিলেন বেঙ্কটেশ! আজও ভুলতে পারেননি KKR তারকা 2008 IPL-এর মরশুম থেকেই এই টুর্নামেন্ট খেলতে চলেছেন নয় তারকা, জানেন তাঁরা কারা? ভারতীয়রা শুধু IPL-এ খেলেন! CT-তে ভারত বেশি সুবিধা পেয়েছে বলে কাঁদলেন না স্টার্ক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.