বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bangladesh Hilsa: এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় কবে মিলবে পদ্মার রুপোলি শস্য়? দাম কেমন?

Bangladesh Hilsa: এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় কবে মিলবে পদ্মার রুপোলি শস্য়? দাম কেমন?

এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় কবে মিলবে পদ্মার রুপোলি শস্য়? দাম কেমন?

প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে। তবে এবার অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গিয়েছে। ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন ইলিশ রফতানির জন্য় আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।

পুজো মানেই খাওয়াদাওয়া। পুজো মানেই ইলিশ মাছ। আর ইলিশ মাছ মানেই সেই পদ্মার ইলিশ। কিন্তু এবার পুজোর আগে কি বাংলাদেশের ইলিশ এপার বাংলায় আসবে? এই প্রশ্ন ওঠাটা এবার সঙ্গত। কারণ এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করতেন। তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। এবার হাসিনা আর সরকারে নেই। বাংলাদেশ ছেড়েও চলে গিয়েছেন। ইলিশ কি আসবে এপার বাংলায়? 

এদিকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে। তবে এবার অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গিয়েছে। ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন ইলিশ রফতানির জন্য় আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। 

গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন। 

এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও অসমে যায় বাংলাদেশের ইলিশ। বছর ভর এপার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। আর বাংলাদেশের ইলিশ হলে পুজো একেবারে জমে যায়। গত বছরও ১৩০০ মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা মেলেনি। 

অনেকের মতে অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারত বিরোধী হাওয়া বইতে শুরু করেছিল। তবে এবার সেই হাওয়া কি ইলিশের উপরেও পড়বে? এসব নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। 

তবে দাম যতই বেশি হোক অনেকেই বাংলাদেশের ইলিশ কিনে থাকেন। অনেকের কাছে বাংলাদেশের ইলিশ ছাড়া যেন উৎসব সম্পূর্ণ হয় না। অনেকে আবার যাঁরা শেকড় ছিঁড়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তাঁদের কাছে এই পদ্মার ইলিশ যেন কিছুক্ষণের জন্য ফেলে আসা ভিটে মাটির সোঁদা গন্ধ বয়ে আনে। 

তবে এবার প্রশ্ন ইলিশ আসবে কি না বাংলাদেশ থেকে? কতটা ইলিশ আসবে? সেই ইলিশের দাম কি মধ্য়বিত্তের নাগালের মধ্যে থাকবে? পুজোর আগে আসবে নাকি তার দিনের কোনও পরিবর্তন হবে? 

এসব প্রশ্নের উত্তর মেলেনি। তবে পদ্মার ইলিশ এপারে এলে খুশি হন মৎস্যব্যবসায়ীরাও। কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

বাংলার মুখ খবর

Latest News

মালাইকার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই অবাক করা পোস্ট অর্জুনের! পুজোর আগে বাড়ি গোছানোর তোড়জোড় ? এই টিপসে রুম হয়ে উঠবে আরও সুন্দর পুজোর মুখে হকার উচ্ছেদে নামল পুলিশ, পাশে দাঁড়ালেন স্থায়ী দোকানদাররা ‘‌দুর্গাপুজোয় কোথাও কোনও বাধা সৃষ্টি হবে না’‌, কড়া নিরাপত্তার তথ্য দিলেন নগরপাল শতরান হাতছাড়া জুরেলের, ২০০-র দোরগোড়ায় আউট ঈশ্বরন, ইরানিতে ৩৭ বলে ৫০ পৃথ্বীর কাঁটাতারে আটকায়নি পুজোর সৌহার্দ্য, মালদার এই পুজো আজও দুই বাংলার নবরাত্রির সূচনায় হাসপাতালে ভর্তি মাহি! চিকুনগুনিয়া-য় আক্রান্ত জয় ভানুশালি-পত্নী ‘পুরোনো সেই দিনের কথা’ বলছে সুরুচি সংঘ, মুখ্যমন্ত্রীর থিম সংয়েও ‘পুরাতনী’ ছোঁয়া শিল্পা শিন্ডেকে চ্যালেঞ্জ, এই বয়সেও ডুব সাঁতারে তাক লাগালেন জ্যাকি শ্রফ প্রতিবাদ মিছিলে পেলেন উৎসবের উপহার, লেখা 'মেরুদণ্ড বিক্রি নেই', ঊষসী বলছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.