বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Naushad Siddiqui: ফুরফুরায় নেতাদের পাঠিয়ে লাভ হবে না, অনেক দেরি হয়ে গিয়েছে! বৈঠক প্রসঙ্গে নওশাদ

Naushad Siddiqui: ফুরফুরায় নেতাদের পাঠিয়ে লাভ হবে না, অনেক দেরি হয়ে গিয়েছে! বৈঠক প্রসঙ্গে নওশাদ

নৌশাদ সিদ্দিকি (ফেসবুক)

বুধবারই ফুরফুরা শরিফের পিরজাদা তহ্বা সিদ্দিকের সঙ্গে দেখা করেছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন পূর্বতন চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এই সাক্ষাৎকারকে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের দায়িত্ব নেওয়ার পর বুধবারই ফুরফুরা শরিফের পিরজাদা তহ্বা সিদ্দিকের সঙ্গে দেখা করেছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন পূর্বতন চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এই সাক্ষাৎকারকে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর মতে, ফুরফুরা শরিফে নেতা পাঠিয়ে কোনও লাভ হবে না। অনেক দেরি হয়ে গিয়েছে।

ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশনে যোগ দেন নওশাদ। পরে এই সাক্ষাৎকার নিয়ে তিনি বলেন,'কেউ ফুরফুরা শরিফে আসতেই পারেন। কিন্তু কেউ যদি রাজনৈতিক জমি ফিরে পেতে আসেন তবে আমি বলব এখন অনেক দেরি হয়ে গিয়েছে। পরিস্থিতি আর আগের মতো নেই। শাসকদলের প্রকৃত চেহারা সাধারণ মানুষের কাছে ধরা পড়ে গিয়েছে।'

নওশাদ সাগরদিঘি প্রসঙ্গ তুলে মেন করিয়ে দেন, শাসকদলের জনভিত্তি কমছে। তিনি, 'সাধারণ মানুষ জানেন রাজ্যের পরিস্থিতি কী। তাই তারা এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সাগরদিঘির মতো ঘটনা ঘটাবেন।'

দায়িত্ব নেওয়ার পর ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে ফুরফুরা শরিফে যান তপন দাশগুপ্ত। বেশ খানিক ক্ষণ কথা হয় পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে। বৈঠকের পর ফুরফুরা উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ফিরহাদ বলেন,'মুখ্যমন্ত্রী একজন সিনিয়ার রাজনৈতিক লোককে দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন। সে কারণে তপনদা দাশগুপ্তকে বেছে নেওয়া হয়েছে। তিনি হুগলির ভূমিপুত্র । তাই তাঁর পক্ষে ফুরফুরায় এসে উন্নয়নের কাজ দেখা সম্ভব হবে। যেটা আমার পক্ষে হচ্ছিল না। ' বিধায়ক তপন দাশগুপ্ত জানিয়েছেন তার লক্ষ্য হল উন্নয়ন।

বন্ধ করুন
Live Score