বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাজার থেকে তুলেছিলেন ৭ কোটি টাকা, আদালতে গোপন জবানবন্দি দিতে চান শাহিদ ইমাম

বাজার থেকে তুলেছিলেন ৭ কোটি টাকা, আদালতে গোপন জবানবন্দি দিতে চান শাহিদ ইমাম

সোমবার শাহিদ ইমামকে আদালতে পেশ করছে সিবিআই। 

এদিন আদালতে সিবিআই জানায়, শাহিদ ইমাম ছাড়াও তাঁর ভাই আলি ইমাম ও কৌশিক ঘোষ গোপন জবানবন্দি দিতে চান। এর পর বিচারক বলেন, পদ্ধতি মেনে আদালতে আবেদন করুন।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গত শুক্রবার গ্রেফতার হয়েছেন আরামবাগের যুব তৃণমূল নেতা শাহিদ ইমাম ও তাঁর ভাই শেখ আলি। তার পর তাঁর সম্পত্তি ও জীবনযাত্রা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। সোমবার হেফাজতের মেয়াদ শেষে সেই শাহিদ ইমামকে আদালতে পেশ করল সিবিআই। আদালতে সিবিআই জানিয়েছে, চাকরি বিক্রির নামে ৬ কোটি ৭০ লক্ষ টাকা তুলেছেন এই তৃণমূল নেতা। সেই টাকা গেল কোথায় তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

সিবিআইয়ের দাবি, চাকরি বিক্রির নামে চাকরিপ্রার্থীদের থেকে ৬ কোটি ৭০ লক্ষ টাকা তুলেছেন শাহিদ ইমাম। মূলত জেলায় জাল বিছিয়ে চাকরি বিক্রির দালালি করতেন তিনি। সিবিআই আদালতে জানিয়েছে শাহিদ ইমাম গোপন জবানবন্দি দিতে চান।

ইতিমধ্যে শাহিদের বিলাসবহুল জীবনযাত্রা ও বিপুল সম্পত্তির খবর প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে এসেছে টলিউড ও বলিউডে তার অবাধ যাতায়াতের খবর। রাখি সাওয়ান্তের সঙ্গে তাঁর মিউজিক ভিডিয়োও এখন ভাইরাল। সঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর উদয়নারায়ণপুরে প্রাথমিক স্কুলে তাঁর চাকরি পাওয়ার খবরও।

এদিন আদালতে সিবিআই জানায়, শাহিদ ইমাম ছাড়াও তাঁর ভাই আলি ইমাম ও কৌশিক ঘোষ গোপন জবানবন্দি দিতে চান। এর পর বিচারক বলেন, পদ্ধতি মেনে আদালতে আবেদন করুন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই প্রথম আদালতে গোপন জবানবন্দি দিতে চলেছেন কেউ। অনেকের মতে গোপন জবানবন্দিতে কাদের কাছে নিয়োগ দুর্নীতির টাকা যেত তা বলে দিতে পারেন শাহিদ, আলি, কৌশিকরা। সঙ্গে এদের টাকা কোথায় গেল তা জানতে তদন্ত শুরু করতে চান গোয়েন্দারা।

 

বন্ধ করুন