আন্তঃরাজ্য শিশু পাচারকারী চক্রের পর্দাফাঁস করল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে আজ, রবিবার সিআইডি টিম শালিমার রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালায়। সেখান থেকে শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত দু’জনকে পাকড়াও করে সিআইডি’র টিম। বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায় ঘাপটি মেরে পড়েছিল সিআইডি টিম। যা বুঝতে পারেনি এই আন্তঃরাজ্য পাচার চক্রের সদস্যরা। এরা একটা বড় গ্যাং। যারা এই শিশু পাচারের সঙ্গে জড়িত। এই দু’জন শিশু পাচারকারীর কাছ থেকে দু’দিন বয়সের এক শিশুকে উদ্ধার করে সিআইডি। আর তাদের শালিমার স্টেশনের বাইরে থেকে গ্রেফতার করে।
এই দুই গ্রেফতার হওয়া সদস্যদের নাম— মানিক হালদার (৩৮) মুকুল সরকার (৩২)। এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আর দু’দিনের একটি শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। তারপর শিশুটিকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে সিআইডি সূত্রে খবর। এই অভিযানে সিআইডিকে সাহায্য করেছিল স্বেচ্ছাসেবি সংস্থা। যার নাম—বচপন বাঁচাও আন্দোলন। সিআইডি এখন বোটানিক্যাল গার্ডেন থানাকে পরবর্তী পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছে। এই দু’দিনের বাচ্চাকে ভিন রাজ্য থেকে বাংলায় এনে পাচার করার পরিকল্পনা ছিল। যা আজ ভেস্তে দিল সিআইডি টিম।
আরও পড়ুন: হাওড়া স্টেশনে দুটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হচ্ছে শীঘ্রই, নতুন একটিও গড়ে উঠছে
তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হল, মানিক হালদার যুবক হলেও মুকুল সরকার কিন্তু মহিলা। সুতরাং এই আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে মহিলাও জড়িত। যাতে কেউ সন্দেহ না করে তাই মহিলাকে ব্যবহার করা হয়েছে। বাচ্চাকে সামলানোর জন্যই এই মহিলাকে সামনে রাখা হয়। মানিক এবং মুকুল স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে এই পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল। আগেও এমন অনেক শিশু পাচার তারা করেছে বলে সিআইডি সূত্রে খবর। আন্তঃরাজ্য শিশু পাচার চক্র যে সক্রিয় এই ঘটনাই তা প্রমাণ করছে। তবে এই পাচারচক্রের শাখা–প্রশাখা অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে জানতে পেরেছে সিআইডি।
সিআইডি সূত্রে খবর, এই শিশু পাচারের সঙ্গে এরাই শুধু যুক্ত নয়। অনেক বড় মাথা আছে পিছনে। যাদের সন্তান হয় না তাদের এভাবে চুরি করা শিশু দিয়ে মোটা টাকা রোজগার করার কাজ করে এরা। মাঝে এবং মাথায় আছে একটা প্রভাবশালী গ্যাং। যারা এদের দিয়ে শিশু পাচারের কাজটি করিয়ে নেয়। বিনিময়ে মোটা টাকা কমিশন। কেউ সন্দেহ যাতে না করে তাই স্বামী–স্ত্রী পরিচয়। বাচ্চা একজন মহিলাই ভাল সামলাতে পারে। তাই সহজে কারও সন্দেহ হবে না। এই পরিকল্পনা করেই গোটা আন্তঃরাজ্য শিশু পাচার চক্রটি চলে।