নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা চার্জশিটে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিয়ো আগেই প্রকাশ্যে এনেছে সিবিআই। এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় সওয়াল করে তাদের দাবি, সুজয়কৃষ্ণকে চাকরি বিক্রি বাবদ প্রায় ২.৫ কোটি টাকা দিয়েছেন শান্তনু। শুধু বেআইনি নিয়োগ নয়, পছন্দমতো পোস্টিংয়ের জন্যও টাকা নেওয়া হয়েছিল বলে আদালতকে জানিয়েছে সিবিআই।
আদালতে সিবিআই জানিয়েছেন, সুজয়কৃষ্ণের অন্যতম এজেন্ট ছিলেন শান্তনু। শান্তনুর অধীনে কাজ করতেন প্রচুর সাব এজেন্ট। তারা বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে এনে শান্তনুকে দিতেন। সেই টাকা সুজয়কৃষ্ণকে পৌঁছে দিয়েছেন শান্তনু। যার মোট পরিমান প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে টাকার বিনিময়ে শিক্ষকদের পছন্দের স্কুলে বদলিও করেছেন শান্তনু।
এদিন শান্তনুর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই বলে, শান্তনু অত্যন্ত প্রভাবশালী। তিনি মুক্তি পেলে তথ্যপ্রমাণ প্রভাবিত করতে পারেন।
নিয়োগ দুর্নীতির সাপ্লিমেন্টরি চার্জশিটের সুজয়কৃষ্ণ, শান্তনু ও কুন্তলের প্রায় ৭৩ মিনিটের কথোপকথের অডিয়োর প্রতিলিপি প্রকাশ করেছে সিবিআই। তাতে ৭৩ মিনিটে ৭৩ বার সুজয়কৃষ্ণকে অভিষেকের নাম উল্লেখ করতে শোনা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। এমনকী আরও ২ হাজার প্রার্থীর থেকে প্রায় ১০০ কোটি টাকা তোলারও পরিকল্পনা করেছিলেন সুজয়কৃষ্ণ।