নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় জামিন পেলেন প্রোমোটার অয়ন শীল। তাঁকে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিসহ একাধিক মামলায় জামিন না হওয়ায় জেলেই থাকতে হবে তাঁকে।
নিয়োগ দুর্নীতির অন্যতম কুশীলব ছিলেন এই অয়ন শীল। বেকার যুবকদের কাছ থেকে টাকা নিয়ে OMR শিটে কারচুপি করে তাদের চাকরি পাইয়ে দিতেন তিনি। এহেন অয়ন শীলকে লাগাতার জেরার পর গত বছর ২০ মার্চ গ্রেফতার করে ইডি। তাঁর চুঁচুড়ার বাড়ি ও বিধাননগরের অফিসে তল্লাশি চালিয়ে ওএমআর শিটসহ বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, শুধু শিক্ষা নিয়োগ কেলেঙ্কারি নয়, পুরসভায় নিয়োগেও ব্যাপক কারচুুপি করেছে অয়ন শীলের সংস্থা। রাজ্যের প্রায় ৭০টি পুরসভায় নিয়োগ পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব ছিল অয়ন শীলের সংস্থার ওপরে। সেই সুযোগে টাকার বিনিময়ে দেদার নিয়োগ করেছে তার সংস্থা।
শুধু তাই নয়, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও উঠে এসেছে অয়ন শীলের নাম। রীতিমতো এজেন্ট নিয়োগ করে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তোলেন তিনি। যে টাকা ও নামের তালিকা তিনি দেন সন্তু বন্দ্যোপাধ্যায়কে। সন্তু আবার টাকা ও তালিকা দেন কুন্তল ঘোষকে।
এহেন অয়ন শীলকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। সঙ্গে জমা রাখতে হবে পাসপোর্ট।