বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Shanti Prasad Sinha case: 'মাত্র দু'বেলা খেতে দিচ্ছে', জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ শান্তিপ্রসাদের

Shanti Prasad Sinha case: 'মাত্র দু'বেলা খেতে দিচ্ছে', জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ শান্তিপ্রসাদের

শান্তিপ্রসাদ সিনহা (ফাইল চিত্র)

বুধবার এসএসসি দুর্নীতি সংক্রান্ত শান্তিপ্রসাদের মামলাটির শুনানি ছিল আদালতে। এ দিন জামিনের আবেদন করেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। আদালতে তিনি অভিযোগ করেন, সত্তরোর্ধ্ব শান্তিপ্রসাদকে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না।

জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ আনলেন এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিন্হা। তাঁকে মাত্র দু'বেলা খাবার দেওয়া হয় বলে আদালতের কাছে অভিযোগ জানিয়েছে তিনি।

বুধবার এসএসসি দুর্নীতি সংক্রান্ত শান্তিপ্রসাদের মামলাটির শুনানি ছিল আদালতে। এ দিন জামিনের আবেদন করেন শান্তিপ্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। আদালতে তিনি অভিযোগ করেন, সত্তরোর্ধ্ব শান্তিপ্রসাদকে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। এর আগে তাঁর অসুস্থতার কথা জানিয়ে একাধিক বার জামিনের আবেদন করেন আইনজীবী। কিন্তু আদালত প্রতিবারই সেই আবেদন খারিজ করে দিয়েছে। এ বার অবশ্য জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন শান্তিপ্রসাদের আইনজীবী। আদালতে তিনি বলেন, 'তাঁকে দুটো রুটি ও একটু তরকারি দেওয়া হচ্ছে। বেলা তিনটের সময় দুপুরের খাবার দিয়ে সেই খাবার রাতে খেতে বলা হচ্ছে।' আদালতে আইনজীবী আরও অভিযোগে করেন, অসুস্থ শান্তিপ্রসাদকে যথাযথ চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না।

সিবিআই-এর তরফে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। সব যুক্তি শোনার পরও আদালত শান্তিপ্রসাদ সিনহার জামিন খারিজ করে দিয়েছে।

বন্ধ করুন