দেবাংশু ভট্টাচার্য বনাম শতরূপ ঘোষ- দুই তরুণ তুর্কির মধ্যে লড়াইয়ের বিষয়টা একেবারেই নতুন নয়। রাজনৈতিক ময়দান তো বটেই, সোশ্যাল মিডিয়ায়ও হামেশাই চলে লড়াই। আজ সেরকমই একটা ‘লড়াই’ দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উৎসবের ফেরা’ মন্তব্য ঘিরে যে তুমুল বিতর্ক শুরু হয়েছে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু প্রশ্ন তোলেন, যাঁরা উৎসবে ফেরার বিরোধিতা করছেন, তাঁরা কেন কলকাতা ডার্বি (ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি) বাতিল করার সময় হই-হট্টগোল করছিলেন? পালটা সিপিআইএম নেতা শতরূপ প্রশ্ন করেন, যাঁরা উৎসবে ফেরার কথা বলছেন, তাঁরা কেন কলকাতা ডার্বি বাতিল করে দিয়েছিলেন? আর সেই রেশ ধরেই শতরূপ বলেন, দেবাংশু ‘আমার প্রিয় আইসক্রিম।’ যে মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে।
‘দুটোই কিন্তু বিনোদন’
মঙ্গলবার দুপুরের দিকে ফেসবুকে দেবাংশু লেখেন, 'আচ্ছা যাঁরা উৎসবে নেই বলছেন, তাঁরাই ডার্বি বন্ধ নিয়ে বিরোধিতা করছিলেন কেন? দুটোই কিন্তু বিনোদন..।' আর দেবাংশুর সেই পোস্টের স্ক্রিনশট পোস্ট করে পালটা শতরূপ লেখেন, ‘আচ্ছা যাঁরা উৎসবে ফিরুন বলছেন। তাঁরাই ডার্বি বন্ধ করেছিলেন কেন? দুটোই কিন্তু বিনোদন…।’
'আমার প্রিয় আইসক্রিম’, খোঁচা শতরূপের
আর শতরূপের সেই পোস্টে দেবাংশুকে কটাক্ষ করে এক নেটিজেন বলেন, ‘তুমি (শতরূপ) কি ওঁকে (দেবাংশু) খুব ভালোবাসো?’ আর তাতেই পালটা সিপিআইএম নেতা বলেন, ‘হ্যাঁ। আমার প্রিয় আইসক্রিম।’ যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০০টি লাইক পড়ে গিয়েছে শতরূপের কমেন্টে। যদিও আপাতত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি দেবাংশু।
কোন প্রেক্ষিতে সেই মন্তব্য করেছেন দেবাংশু?
আরজি করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে যখন পুরো রাজ্য উত্তাল হয়ে উঠেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে.....অনেক মানুষ তো ডিস্টার্বডও হন। অনেক বয়স্ক মানুষও আছেন। মাইক লাগালে তাঁদের ঘুমেরও অসুবিধা হয়। সেজন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও আছে যে রাত ১০ টার পরে মাইক বাজানো যাবে না বা এত সীমার মধ্যে মাইক বাজাবেন। তার থেকে জোরে বাজাবেন না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘এক মাস তো হয়ে গেল। আজ নয় তারিখ। এক মাস একদিন। ৩১ দিনের মাস গিয়েছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলব, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এখন তো এটা সিবিআইয়ের হাতে। আমাদের হাতে তো নেই।’
মমতার মন্তব্যের তীব্র প্রতিবাদ
মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেন, তা নিয়ে অনেকেই ক্ষোভপ্রকাশ করেছেন। ক্ষোভ উগরে দিয়েছেন তরুণী চিকিৎসকের মা। মুখ্যমন্ত্রীকে সেই মন্তব্য ফিরিয়ে নিতে হবে বলে দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা। আর সাধারণ মানুষের একাংশও বলতে শুরু করেছেন, ‘উৎসবে ফিরছি না।’