শীতলকুচিতে গুলি চালনার ঘটনার প্রায় ২ বছর পর আদালত থেকে আগাম জামিন পেলেন কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান। বুধবার তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপরতি সম্পর্ক দত্তের বেঞ্চ। এই ঘটনায় ৬ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে সমন জারি করেছিল কোচবিহার আদালত। এর পর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন তাঁরা।
২০২১-এর ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন কোচবিহারের শীতলকুচির জোড়পাটকি এলাকার ১২৬ নম্বর বুথে গুলি চালায় সিআইএসএফ জওয়ানরা। গুলিতে ৪ জনের মৃত্যু হয়। তার আগে ওই বুথেই দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছিল ১ যুবকের। ওই ঘটনার তদন্তভার সিআইডিকে দেয় রাজ্য সরকার। তদন্তে নেমে সিআইডি ওই বুথে মোতায়েন ৬ জন জওয়ানকে একাধিকবার তলব করে। কিন্তু কোনও বার হাজিরা দেননি তাঁরা। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে সমন জারি করে কোচবিহার আদালত। এর পর আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন ৬ জওয়ান।
সেই আবেদনের শুনানিতে রাজ্য সরকারের তরফে সওয়ালে বলা হয়, শীতলকুচিতে গুলি চালিয়ে অতিসক্রিয়তার দেখিয়েছে সিআইএসএফ। পালটা কেন্দ্রীয় বাহিনীর তরফে সওয়াল করে বলা হয়, আত্মরক্ষায় গুলি চালানো অপরিহার্য হয়ে পড়েছিল। ২ পক্ষের সওয়াল শুনে ৬ সিআইএসএফ জওয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।