এবার ব্যারাকপুরে গুলি চলেছে। বিকেল ৪টে নাগাদ চলল গুলি। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে এক যুবককে গুলি করা হয়েছে বলে খবর। তিনজন দুষ্কৃতী এসেছিল বলে খবর। ওই যুবকের বুকের কাছে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তার বুকের পাঁজরে গুলি লেগেছে। তার বয়স প্রায় ৩০ বছর। তবে কেন তাকে গুলি করা হয়েছে তা পরিস্কার নয়। ঘটনার পরেই পদস্থ পুলিশ কর্তারা এলাকায় গিয়েছে। কেন তাকে নিশানা করে গুলি করা হল তা পরিস্কার নয়। টিটাগড় ও ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের কাছে গুলি চালানো হয়েছে বলে খবর।
কাছেই পুলিশের পদস্থ কর্তাদের অফিস। পুলিশ কমিশনারেটের কাছেই গুলি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, বাড়িতে ঘুমিয়ে ছিলাম। শুনলাম গুলি চলেছে। কী কারণে গুলি চলল বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন এসেছে।
সূত্রের খবর, ব্যারাকপুরের সবজি মহল আবদালি বাজার এলাকায় রয়েছে একটি পরিত্যক্ত অফিস। এই বিল্ডিংটি অতীতে ইলেকট্রিক অফিস হিসাবে ব্যবহার করা হত বলে খবর। বর্তমানে পরিত্যক্ত। জানালা দরজা আর নেই। তার সামনেই মহম্মদ ইমদাদ নামে এক যুবককে গুলি করা হয়েছে। মনে করা হচ্ছে পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে জানতে পারেন ওই এলাকায় এক যুবক পড়ে রয়েছেন। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে আসেন একের পর এক পদস্থ পুলিশকর্তা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রাজ্যে একের পর এক গুলি চালানোর ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। কোথা থেকে আসছে এত বন্দুক। কিছুদিন আগে মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়েছে। তবে ব্যারাকপুরে গুলি চালানোর ঘটনা নতুন কিছু নয়। এক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। সম্ভবত ওই যুবক সহ কয়েকজন এলাকায় ছিল। সেই সময় কোনও বিষয় নিয়ে তাদের মধ্য়ে বচসা হয়। তারপরই হয়তো গুলি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।