বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাঁশদ্রোণী এলাকায় চলল গুলি, সিন্ডিকেট সংঘর্ষে গুলিবিদ্ধ এক ব্যক্তি, আলোড়ন

বাঁশদ্রোণী এলাকায় চলল গুলি, সিন্ডিকেট সংঘর্ষে গুলিবিদ্ধ এক ব্যক্তি, আলোড়ন

বাঁশদ্রোণী এলাকায় চলে গুলি।

মঙ্গলবার দুপুরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ঘটনায় এলাকায়া শোরগোল পড়ে গিয়েছে। সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতেই আচমকা গুলি চলেছে বলে খবর।

খাস কলকাতার রাস্তায় প্রকাশ্যে চলল গুলি। এই ঘটনার নেপথ্যে উঠে এলো সিন্ডিকেট বিবাদ। বেহালা, লেক গার্ডেন্সের পর এবার বাঁশদ্রোণী। তার জেরে চলল গুলি। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখমও হলেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতেই আচমকা গুলি চলেছে বলে খবর।

ঠিক কী ঘটেছে বাঁশদ্রোণীতে?‌ স্থানীয় সূত্রে খবর, দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলায় জখম হন মলয় দত্ত নামে এক ব্যক্তি। তিনি এই দুই সিন্ডিকেট গোষ্ঠীর কেউ নন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। কিন্তু ততক্ষণে চম্পট দেয় সিন্ডিকেটের সদস্যরা। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। এই ঘটনায় এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী চলে আসে। খতিয়ে দেখা হচ্ছে আসল ঘটনা। এলাকায় বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে চিকিৎসকরা জানান, গুলি ব্যক্তির বুকের ডান দিকে লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসা চলছে। এখানে উত্তম মণ্ডল নামে এক দাগী দুষ্কৃতী গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

এলাকা থেকে কী জানা যাচ্ছে?‌ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, উত্তম মণ্ডল গোষ্ঠীর সঙ্গে আর এক সিন্ডিকেট গোষ্ঠীর বিবাদ আছে। এই গোষ্ঠীর নেতার নাম বাচ্চা। দু’টি গোষ্ঠীই আগে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিল। এমনকী উত্তমের নাম পুলিশের খাতায় অপরাধী হিসাবে আছে। এই উত্তমকে খুঁজছে পুলিশ।

বন্ধ করুন