বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Single use plastic: নিষেধাজ্ঞা অমান্য করেই ব্যবহার হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অভিযানে নামবে পুরসভা

Single use plastic: নিষেধাজ্ঞা অমান্য করেই ব্যবহার হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অভিযানে নামবে পুরসভা

 সল্টলেকে ব্যবহার হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্রতীকী ছবি (HT_PRINT)

সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারের কারণ হিসেবে ক্রেতাদের বক্তব্য, ৭৫ মাইক্রনের বেশি মাপের ক্যারি ব্যাগ কিনতে গেলে সে ক্ষেত্রে খরচ অনেক বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, তারা প্রথম দিকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলেছেন কিন্ত মোটা ক্যারি ব্যাগের দাম বৃদ্ধি পাওয়ার ফলে তাদের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না।

সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। প্রথমদিকে এ নিয়ে প্রশাসনের কড়াকড়ি থাকলেও উৎসবের মরশুমে তা অনেকটাই শিথিল হয়ে পড়েছে। আর সেই ফাঁকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বহু ব্যবসায়ীকেই সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে দেখা যাচ্ছে। এমনই ছবি সল্টলেকের। এখানকার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা সিঙ্গল নিউজ প্লাস্টিক দিচ্ছেন ক্রেতাদের। এর জন্য মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

প্লাস্টিক ব্যান নিয়ে রাজ্যগুলিকে আরও কড়া হওয়ার নির্দেশ কেন্দ্রের

সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারের কারণ হিসেবে ক্রেতাদের বক্তব্য, ৭৫ মাইক্রনের বেশি মাপের ক্যারি ব্যাগ কিনতে গেলে সে ক্ষেত্রে খরচ অনেক বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, তারা প্রথম দিকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলেছেন কিন্ত মোটা ক্যারি ব্যাগের দাম বৃদ্ধি পাওয়ার ফলে তাদের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না। এছাড়াও, বেশিরভাগ ক্রেতার তাদের সঙ্গে ব্যাগ আনেন না এবং প্লাস্টিকের ক্যারি ব্যাগে সামগ্রী দেওয়ার জন্য জোর দেন। সেই কারণেই তারা সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করছেন বলে জানিয়েছেন। মূলত সল্টলেক এবং রাজারহাট-গোপালপুর এলাকা জুড়ে বেশ কয়েকটি কমিউনিটি মার্কেটের দোকানদারদের পাশাপাশি ক্রেতারা খোলাখুলিভাবে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করছেন।

এ বিষয়ে পরিবেশকর্মীরা বলছেন, এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিক উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত সমস্যা মিটবে না। মেয়র কৃষ্ণ চক্রবর্তী নাগরিকদের দায়ী করে বলেন, প্লাস্টিক নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হলেও নাগরিকদের একটি অংশের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। উৎসব শেষ হয়েছে। এবার ফের বিধাননগর পুরসভা কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে ৪১টি ওয়ার্ডে প্লাস্টিক নিষিদ্ধ অভিযান পুনরায় শুরু করবে বলে জানা গিয়েছে৷

বন্ধ করুন