করোনা সংক্রমণ রুখতে কলকাতা লাগোয়া দক্ষিণ দমদম পুরসভা এলাকায় কড়া পদক্ষেপ করল প্রশাসন। সংক্রমণ রুখতে সেখানে সপ্তাহে ৩ দিন বন্ধ থাকবে বাজার। শুক্রবার পুরসভা ও পুলিশের এক বৈঠকে এমনই সিদ্ধন্ত হয়েছে। ইতিমধ্যে তা বিজ্ঞপ্তির আকারে জানিয়েও দিয়েছে পুরসভা।
দক্ষিণ দমদম এলাকা দেশের সব থেকে ঘনবসতিপূর্ণ পুর এলাকাগুলির মধ্যে একটি। পুরসভার অন্তর্গত বিভিন্ন বাজারে ভিড় করেন ক্রেতারা। যশোর রোড, দমদম রোডের মতো ব্যস্ত রাস্তা রয়েছে এই পুর এলাকায়। রয়েছেন নাগেরবাজারের মতো ব্যস্ত মোড়। দমদম জংশনের মতো ব্যস্ত স্টেশন।
প্রশাসন সূত্রের খবর, দক্ষিণ দমদম পুর এলাকায় সংক্রমণ লাফিয়ে বাড়ছে। তার পরও করোনাবিধি মানছেন না অনেকে। অকারণে বাজারে ভিড় করছেন বহু মানুষ। তাই আপাতত সেখানে সপ্তাহে ৩ দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাজার বসবে না দক্ষিণ দমদম পুর এলাকায়। বন্ধ থাকবে সমস্ত দোকান ও শপিং মল। শুধুমাত্র ও ওষুধ ও মিষ্টির দোকান খোলা থাকবে।