বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP Ministers: বাংলার ২৪টি লোকসভা আসনে দুর্বল বিজেপি, শক্তিশালী করতে আসছেন ৬জন মন্ত্রী

BJP Ministers: বাংলার ২৪টি লোকসভা আসনে দুর্বল বিজেপি, শক্তিশালী করতে আসছেন ৬জন মন্ত্রী

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা  (ANI)

বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং এখন তৃণমূল কংগ্রেসে। সেক্ষেত্রে ১৬টি সাংসদ বাংলা থেকে এখন বিজেপির। কিন্তু পর পর নির্বাচনে পরাজয়ের মুখ দেখায় এই লক্ষ্যমাত্রায় পৌঁছনো কার্যত চ্যালেঞ্জের। এমনকী এই ১৬টি আসন ধরে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে বিজেপি। কারণ এমনই রিপোর্ট গিয়েছে বলে সূত্রের খবর।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভাবিত নয় বিজেপি। তাদের পাখির চোখ লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বাংলা থেকে ২৪টি আসন জেতার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০১৯ সালে ১৮টি আসন বিজেপি পেলেও পরে সেখান থেকে দুটি খসে পড়ে। বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং এখন তৃণমূল কংগ্রেসে। সেক্ষেত্রে ১৬টি সাংসদ বাংলা থেকে এখন বিজেপির। কিন্তু পর পর নির্বাচনে পরাজয়ের মুখ দেখায় এই লক্ষ্যমাত্রায় পৌঁছনো কার্যত চ্যালেঞ্জের। এমনকী এই ১৬টি আসন ধরে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে বিজেপি। কারণ এমনই রিপোর্ট গিয়েছে বলে সূত্রের খবর।

ঠিক কী পদক্ষেপ করছে বিজেপি?‌ এই দুর্বল আসনগুলি শক্তিশালী করতে অন্যতম প্রধান দায়িত্বে ছ’জন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো হচ্ছে বাংলায়। বাংলার বঙ্গ বিজেপির ২৪টি ‘দুর্বল’ আসন শক্তিশালী করার দায়ভার তাঁদের হাতেই দিচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলে সূত্রের খবর। কারণ বঙ্গ–বিজেপির নেতাদের মধ্যে এত গোষ্ঠীকোন্দল তাতে ভরসা করা যাচ্ছে না। তাছাড়া এখন আর মুকুল রায় নেই বিজেপির সঙ্গে। ফলে সব আসনের চরিত্র জানে না বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে এসে প্রচার এবং নয়া প্রতিশ্রুতি–সহ রাজ্য সরকারের বদনাম করতেই এমন পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর।

কারা আসছেন বাংলায় প্রচারে?‌ লোকসভা আসনগুলি শক্তিশালী করতে ৬জন কেন্দ্রীয় মন্ত্রী আসছেন। তাঁরা হলেন— ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, প্রতিমা ভৌমিক, পঙ্কজ চৌধুরী, সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপি সূত্রে খবর, প্রথম তিনজন কেন্দ্রীয় মন্ত্রীই বাংলা ভাষার সঙ্গে অনেকটা পরিচিত। বাকি তিনজন শহরজুড়ে প্রচার এবং সংগঠন শক্তিশালী করার দায়িত্বে থাকবেন। সম্প্রতি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছে বিজেপি। তাতে বাংলায় আগের আসন ধরে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। তাতেই চিন্তায় পড়ে এই হাফ ডজন কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলায় পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ এমনিতেই বঙ্গ–বিজেপির সংগঠনের হাল ফেরানোর ভার চারজন কেন্দ্রীয় নেতার উপর সঁপেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁরা হলেন– সুনীল বনসল, মঙ্গল পান্ডে, আশা লাকড়া এবং অমিত মালব্য। দলের রাজ্য যুগ্ম–সাধারণ সম্পাদক (সংগঠন) পদে নয়াদিল্লি থেকেই সতীশ ধন্দকে পাঠিয়েছেন জেপি নড্ডা। কিন্তু বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পরেও লোকসভা নির্বাচনে আবার ‘বহিরাগত’ নেতৃত্বের উপর কেন বেশি ভরসা রাখছে নেতৃত্ব? এই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘‌সারা দেশে বিজেপি যে ১৮০টি দুর্বল লোকসভা আসন চিহ্নিত করা হয়েছে, সেখানে সংগঠন শক্তিশালী করতে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠানো হচ্ছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

গম্ভীরের পরিবর্তে KKR-এ মেন্টর হবেন পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ডেনমার্কের মাটিতে বলিউডি গানে তুমুল নাচ ভারতীয়র, কী বলছেন বিদেশিরা? 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী?সত্যি? উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিলেন জহর সরকার, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি কমল আসন্ন ছবিগুলির ডিজিটাল স্বত্ব বিক্রি করবেন না আমির! কিন্তু কেন? যেমন তেমন ব্যাট চালিয়ে দুমড়ে দেওয়ার চেষ্টা,রিয়ানকে ফাঁদে ফেলে হুঙ্কার আর্শদীপের মালাইকার পাশে অর্জুন, বর্তমান বউকে নিয়ে প্রাক্তন শ্বশুরের শেষকৃত্যে আরবাজ বিয়ে বাড়ি স্টাইলে বাড়িতেই দই কাতলা বানাতে চান? চটপট শিখে নিন পদ্ধতি! বাড়ির ছবি পাঠিয়ে তালিবান নেতাকে চমকে দিয়েছিলেন, ট্রাম্প দাবি করতেই তৈরি হল মিম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.