বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > State Budget 2023-24: লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ষাটোর্ধ্ব মহিলারাও, সরাসরি বার্ধক্য ভাতা মিলবে কী করে?

State Budget 2023-24: লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ষাটোর্ধ্ব মহিলারাও, সরাসরি বার্ধক্য ভাতা মিলবে কী করে?

লক্ষ্মীর ভাণ্ডার নিয়মে সরলীকরণ করল রাজ্য সরকার। ছবি সৌজন্য–এএনআই।

এই প্রকল্পে তফসিলি জাতি–উপজাতির মহিলাদের জন্য় মাসিক ১০০০ টাকা এবং অন্যান্য মহিলারা ৫০০ টাকা পেতেন। তবে এই ভাতা পেতেন ২৫–৬০ বছর বয়সী মহিলারা। এবার সেই প্রকল্পের আওতায় এলেন যাটোর্ধ্ব মহিলারাও। এতদিন ৬০ বছর পেরিয়ে গেলে তাঁরা পেতেন বার্ধক্য ভাতা। বিধানসভার বাইরে অভিনব প্রতিবাদ দেখালেন বিরোধী দলনেতা।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা করা হল রাজ্য বাজেটে। বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন যে, লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ৬০ বছর বয়স হলেই সরাসরি ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন। আবার ষাটোর্ধ্ব যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না, লক্ষ্মীর ভাণ্ডারে তাঁদের বরাদ্দ বাড়ল। ৫০০ টাকার বদলে মাসিক এক হাজার টাকা পাবেন তাঁরা। সরাসরি পেনশনের আওতায় চলে আসবেন তাঁরা বলে ঘোষণা করা হয়েছে। অথচ এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের বিরোধিতায় বিধানসভার বাইরে অভিনব প্রতিবাদ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্য সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতার আলাদা পরিষেবা রয়েছে। তারপরও আজ, বুধবার যা ঘোষণা হল, তাতে লক্ষ্মীর ভাণ্ডার থাকলে এখন থেকে ৬০ বছর পেরিয়ে গেলে আলাদা করে আর সেই পরিষেবা পেতে আবেদন করতে হবে না। এদিন রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘‌১.৮৮ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে এসেছে।’‌ এই প্রকল্পে তফসিলি জাতি–উপজাতির মহিলাদের জন্য় মাসিক ১০০০ টাকা এবং অন্যান্য মহিলারা ৫০০ টাকা পেতেন। তবে এই ভাতা পেতেন ২৫–৬০ বছর বয়সী মহিলারা। এবার সেই প্রকল্পের আওতায় এলেন যাটোর্ধ্ব মহিলারাও। এতদিন ৬০ বছর পেরিয়ে গেলে তাঁরা পেতেন বার্ধক্য ভাতা। এবার ৬০ বছর পার করা মহিলারা বার্ধক্য ভাতা–সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা পাবেন।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সমস্ত বিজেপি বিধায়ককে অভিনব সাজে দেখা গেল বাজেট অধিবেশনে সবার মুখে নীল রঙের মাস্ক। তার উপর সাঁটা রয়েছে একটি ৫০০ টাকার নোট। বিজেপি বিধায়কদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা দিয়ে বাংলার মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদেই মাস্কের উপর ৫০০ টাকার নোট সেঁটে বিধানসভা এসেছেন তাঁরা। পাল্টা তৃণমূল কংগ্রেস খোঁচা দিয়ে বলেছে, ওদের কিছু বলার নেই। তাই ওরা জোকার সেজে এসেছিল বিধানসভায়।

ঠিক কী বলেছেন চন্দ্রিমা?‌ অন্যদিকে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌৬০ বছর পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ পেরলেই প্রতি মাসে ১ হাজার ভাতা পাবেন। রাজ্যের ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ৬০ বছর পরেও যাতে মহিলাদের ভাতা বন্ধ না হয় সেই লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রতি মাসে ১ হাজার টাকা পেনশন পাবেন তাঁরা।’‌

বাংলার মুখ খবর

Latest News

সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! ২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.