উদ্বেগের ঘটনা। বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের সামনে থেকে উদ্ধার মানুষের খুলি। সেই সঙ্গে কিছু হাড়গোড়ও মিলেছে। জঙ্গল পরিষ্কার করার সময়ই সেই মাথার খুলি, হাড়গোড় দেখতে পাওয়া যায়। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়।
সেই মর্গটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তার বাইরেই এই মাথার খুলি ও হাড়গোড়ের দেখা মেলে। গত দু তিনদিন ধরেই এগুলি উদ্ধার করা হয়েছে বলে খবর। মনে করা হচ্ছে মানুষের হাত ও পায়ের সব মিলিয়ে ১৩টি হাড় উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর,যারা জঙ্গল পরিষ্কার করছিলেন তারাই প্রথমে খুলি দেখতে পান। এরপর ধাপে ধাপে কয়েকটি হাড়ের সন্ধান মেলে। তবে এগুলি কীভাবে এখানে এল তা নিয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে খোঁজ করছে।
এদিকে বেশ কয়েক বছর ধরে এই মর্গটিতে মরদেহ রাখা হয় না। কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার সামনে ঝোপঝাড় হয়ে গিয়েছে। সেই এলাকাটিকে পরিষ্কার করা হচ্ছিল। আর সেই সময়ই একাধিক হাড়গোড়ের সন্ধান মিলল। কোথা থেকে কীভাবে এগুলি এসেছে তা এখনও পরিষ্কার নয়। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।