বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত’‌, চাকরি প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুণাল

‘‌রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত’‌, চাকরি প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুণাল

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে বিজেপির ধরনা চলছে। যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন বিশ্বকর্মা পুজো। সেদিন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। আর কোনও আন্দোলন চলুক চাননি কুণাল। তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। পুলিশের সঙ্গে কথা বলে তাঁদের প্রতিনিধিদলকে কলকাতা হাইকোর্টে যাওয়ার ব্যবস্থা করে দেন।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার জেরে কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। এখন নানা মিছিল, ধরনা জারি আছে। সঙ্গে উঠেছে স্লোগান–উই ওয়ান্ট জাস্টিস। আর এই আবহে এসএলএসটি প্রার্থীদের বিক্ষোভে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আদালতের নির্দেশ মিললেও মিলছে না স্কুলের চাকরি। কলকাতা হাইকোর্টে মিছিল করার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। তাঁদের আটকাতে আকাশবাণীর সামনে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। রাস্তায় ব্যারিকেডও করা হয়েছিল। চাকরিপ্রার্থীরা আশা করেছিলেন দুর্গাপুজোর আগে চাকরি পেয়ে যাবেন।

এদিকে আরজি কর হাসপাতাল নিয়ে ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানি আছে। সেদিন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। সেখানে চাকরিপ্রার্থীদের ফের আন্দোলন বাড়তি সমস্যা তৈরি করতে পারত। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় বসে কথা বলতে দেখা গেল তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে। তখন বিক্ষোভ শুরু হয়েছে রাস্তা অবরোধ করে। আর এই বিক্ষোভকারীরা কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা চাকরিপ্রার্থী। ১৫০ জনের জমায়েত করে কলকাতা হাইকোর্টের দিকে আসার কথা ছিল। কিন্তু কুণাল ঘোষকে কাছে পেয়ে আর তাঁরা তা করেননি। বরং বিষয়টিকে ছোট করে আনা হয়।

আরও পড়ুন:‌ চিকিৎসক তাপস চক্রবর্তী–সুশান্ত রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করল আইএমএ, উত্তরবঙ্গে ঝড়

অন্যদিকে এই পরিস্থিতিতে অবশেষে ৬ জনকে কলকাতা হাইকোর্টে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি চাকরিপ্রার্থীদের বলেন, ‘‌রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত। এই টালবাহানা একেবারেই যথাযথ নয়। আপনারা আজ কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের দাবি জানান। আমি কথা বলছি বাকিটা কেমন করে সাহায্য করা যায়।’‌ এতে এসএলএসটি প্রার্থীরা আশ্বস্ত হন।

আর এখন কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে বিজেপির ধরনা চলছে। যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন বিশ্বকর্মা পুজো। সেদিন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। তাই আর কোনও ধরনা–আন্দোলন চলুক চাননি কুণাল। বরং তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। পুলিশের সঙ্গে কথা বলে তাঁদের প্রতিনিধিদলকে কলকাতা হাইকোর্টে যাওয়ার ব্যবস্থা করে দেন। আবার চাকরির বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন। গত ৯ বছর ধরে পরীক্ষা হয়নি স্কুল সার্ভিস কমিশনের। দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করেছেন প্রার্থীরা। কলকাতা হাইকোর্টের আশ্বাস ছিল, শীঘ্রই নিয়োগের পরীক্ষা হবে। কিন্তু কিছুই না হওয়ায় আবার আন্দোলনে সামিল হন চাকরিপ্রার্থীরা।

বাংলার মুখ খবর

Latest News

ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শান্ত, টাইগার বধের পর মিমের ছড়াছড়ি ….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ উইন্ডিজে ‘চুরি’ হয়েছে তাঁর পুরস্কার! মুরলিকে টপকে কি এবারেই রেকর্ড গড়তেন অশ্বিন স্কুলে সাপের কামড়ে ছাত্রের মৃত্যুতে গ্রেফতার প্রধান শিক্ষক! রান্নাঘরে ঝগড়া, ছুরি দিয়ে স্ত্রী'র কান কেটে দেওয়ার অভিযোগ, মাথা ফাটল স্বামীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.