বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভোরের কলকাতা: বাইকে লিফট চেয়েছিল যুবক, গলির ভেতর ঢুকতেই ছুরির কোপ, ছিনতাই

ভোরের কলকাতা: বাইকে লিফট চেয়েছিল যুবক, গলির ভেতর ঢুকতেই ছুরির কোপ, ছিনতাই

লিফট দেওয়ার নাম করে ছিনতাইয়ের অভিযোগ। প্রতীকী ছবি. (HT Photo) (HT_PRINT)

তাঁর দাবি বাইকে ওঠার পর থেকেই ওই চালক নানা অজুহাতে বচসা শুরু করে দেয়। এদিকে সোজা রাস্তায় না গিয়ে এই গলি, ওই গলির ভেতর বাইক নিয়ে যেতে শুরু করে চালক।

শীতকালের ভোর। এমনিতে রাস্তায় গাড়ি সেভাবে থাকে না। এদিকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার জন্য বেরিয়েছিলেন বারুইপুরের বাসিন্দা শেখ নিসার নামে এক ব্যক্তি। রাস্তায় এক বাইক চালককে দেখতে পান তিনি। তাকে তিনি শিয়ালদহ স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তবে লিফট দেওয়ার বিনিময়ে তিনি টাকাও দিতে চেয়েছিলেন। সেই মতো অচেনা বাইক চালকের সঙ্গে বেরিয়ে পড়েন শেখ নিসার। এদিকে তাঁর দাবি বাইকে ওঠার পর থেকেই ওই চালক নানা অজুহাতে বচসা শুরু করে দেয়। এদিকে সোজা রাস্তায় না গিয়ে এই গলি, ওই গলির ভেতর বাইক নিয়ে যেতে শুরু করে চালক। এনিয়ে সন্দেহ হয় আরোহীর। কিন্তু ততক্ষণে বাইক নিয়ে শাখারিটোলা লেনে চলে এসেছে ওই চালক। 

এরপরই শুরু হয় আসল ঘটনা। একসময় ওই চালক নিসারের কাছ থেকে বিড়ি চায়। কিন্তু নিসার তাকে জানিয়ে দেন আমি ধূমপান করি না। এরপরই ছুরি বের করে ওই বাইক চালক। নিসার বাধা দেওয়ার চেষ্টা করতেই তার উপর চড়াও হয় বলে অভিযোগ। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। ছুরি দেখিয়ে তার মোবাইল ফোন, টাকা কেড়ে নেয় ওই বাইক চালক। এরপর এলাকা থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক। পরে তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার কোনও সিসি ক্যামেরার ফুটেজে ওই বাইক চালকের ছবি ধরা পড়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

 

বাংলার মুখ খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.