বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভোরের কলকাতা: বাইকে লিফট চেয়েছিল যুবক, গলির ভেতর ঢুকতেই ছুরির কোপ, ছিনতাই

ভোরের কলকাতা: বাইকে লিফট চেয়েছিল যুবক, গলির ভেতর ঢুকতেই ছুরির কোপ, ছিনতাই

লিফট দেওয়ার নাম করে ছিনতাইয়ের অভিযোগ। প্রতীকী ছবি. (HT Photo) (HT_PRINT)

তাঁর দাবি বাইকে ওঠার পর থেকেই ওই চালক নানা অজুহাতে বচসা শুরু করে দেয়। এদিকে সোজা রাস্তায় না গিয়ে এই গলি, ওই গলির ভেতর বাইক নিয়ে যেতে শুরু করে চালক।

শীতকালের ভোর। এমনিতে রাস্তায় গাড়ি সেভাবে থাকে না। এদিকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার জন্য বেরিয়েছিলেন বারুইপুরের বাসিন্দা শেখ নিসার নামে এক ব্যক্তি। রাস্তায় এক বাইক চালককে দেখতে পান তিনি। তাকে তিনি শিয়ালদহ স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তবে লিফট দেওয়ার বিনিময়ে তিনি টাকাও দিতে চেয়েছিলেন। সেই মতো অচেনা বাইক চালকের সঙ্গে বেরিয়ে পড়েন শেখ নিসার। এদিকে তাঁর দাবি বাইকে ওঠার পর থেকেই ওই চালক নানা অজুহাতে বচসা শুরু করে দেয়। এদিকে সোজা রাস্তায় না গিয়ে এই গলি, ওই গলির ভেতর বাইক নিয়ে যেতে শুরু করে চালক। এনিয়ে সন্দেহ হয় আরোহীর। কিন্তু ততক্ষণে বাইক নিয়ে শাখারিটোলা লেনে চলে এসেছে ওই চালক। 

এরপরই শুরু হয় আসল ঘটনা। একসময় ওই চালক নিসারের কাছ থেকে বিড়ি চায়। কিন্তু নিসার তাকে জানিয়ে দেন আমি ধূমপান করি না। এরপরই ছুরি বের করে ওই বাইক চালক। নিসার বাধা দেওয়ার চেষ্টা করতেই তার উপর চড়াও হয় বলে অভিযোগ। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। ছুরি দেখিয়ে তার মোবাইল ফোন, টাকা কেড়ে নেয় ওই বাইক চালক। এরপর এলাকা থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক। পরে তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার কোনও সিসি ক্যামেরার ফুটেজে ওই বাইক চালকের ছবি ধরা পড়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

 

বন্ধ করুন