বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ-বিদেশ থেকে নামকরা শিল্পপতিরা উপস্থিত ছিলেন সেখানে। বিদেশ থেকে এসেছিলেন শিল্পোদ্যোগীরা। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও।
বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সেই বিজিবিএস ২০২৫ এর মঞ্চ থেকে শিল্প উন্নয়নের নানা প্রসঙ্গ তুলে ধরেন। কেন বাংলায় বিনিয়োগ করা দরকার, বাংলায় বিনিয়োগ করলে ঠিক কী সুবিধা হবে তা নিয়ে সবিস্তারে জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী।
দেউচা পাঁচামি নিয়ে বড় আশার কথা শোনান বাংলার মুখ্য়মন্ত্রী। মুখ্য়মন্ত্রী বলেন, আমরা কাল থেকে কাজ শুরু করব। লাখো মানুষ কাজ করবেন।… ৬টি ইকোনমিক করিডরের পরিকল্পনা করছি।জাতীয় সড়ক সংলগ্ন এই ইকোনমিক করিডর।
তিনি বলেন, আমাদের ২০০ শিল্প পার্ক আছে। লেদার হাব আছে আমাদের। টেক্সটাইল, জুয়েলারি পার্ক আছে। বাংলা এমএসএমইতে নেতৃত্ব দিচ্ছে। মহিলা উদ্যোগপতি সর্বোচ্চ এখানে। আগের সরকারের আমলে লোডশেডিং হত। এখন লোডশেডিং হয় না। আগে খালি লোডশেডিং লোডশেডিং । এখন সবসময় পাওয়ার সাপ্লাই। আমারা ১৬০০০ মেগাওয়াট বাড়াচ্ছি। আরও স্টিল প্লান্ট, পাওয়ার প্লান্ট আসছে। এরপরই তিনি বলেন, সৌরভ আজ কিছু বলেনি কিন্তু আমি যতদূর জানি সৌরভও এখানে স্টিল প্লান্ট করছে। বললেন মমতা ।
এরপরই তিনি অন্য় প্রসঙ্গে চলে যান। মঞ্চে তখন সৌরভ গঙ্গোপাধ্য়ায় সহ অন্যান্যরা রয়েছেন।
আসলে বিগত দিনে মাদ্রিদ সফরে মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন সৌরভ। সেবারই প্রথম জানা গিয়েছিল এবার বাংলায় শিল্পে বিনিয়োগ করবেন সৌরভ। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু সেই শিল্প আজও মাথা তুলে দাঁড়ায়নি।
একদিকে প্রাক্তন ক্রিকেটার। আর এই বাংলা সৌরভকে শিল্পপতি হিসাবে চিনতে শিখছিল। কিন্তু সৌরভের সেই উদ্যোগ শেষ পর্যন্ত কতদূর এগোল তা নিয়ে নানা সময়ে নানা চর্চা হয়েছে বাংলায়। তবে এদিন বিজিবিএস ২০২৫-এ সৌরভ গঙ্গোপাধ্য়ায় অবশ্য় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দরাজ প্রশংসা করেন।
সৌরভ বলেছিলেন, ‘উনি মুখ্যমন্ত্রী হতে পারেন তবে আমাদের কাছে দিদি। আর আমি মনেপ্রাণে তাই মনে করি। সব সময় পাশে থাকা, খুঁটিনাটির প্রতি নজর… তিনি একজন সাধারণ মানুষের মতো বাঁচেন। আপনি যখন তাঁর সঙ্গে কথা বলেন, সাহায্যের জন্য তাঁকে SMS করেন, অনেক সময় মনে হয়, একজন মুখ্যমন্ত্রী ১ মিনিটের মধ্যে জবাব দেওয়ার জন্য সময় কোথা থেকে জোগাড় করেন। আশা করব আপনার নেতৃত্বে রাজ্য ও এই শহর আরও উন্নততর হতে থাকবে।’
মমতা তাঁর বক্তব্যে বলেছিলেন, আমাদের মানুষ খেলা ভালোবাসেন। ক্রিকেট ফুটবল, তিরন্দাজি সব ভালোবাসেন সৌরভ এখানে বসে রয়েছেন। সচিনের প্রসঙ্গও তুলেছিলেন তিনি। বলেছিলেন, আমার সঙ্গে সকলের ভালো সম্পর্ক রয়েছে।