বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এবার ‘‌এক ব্যক্তি এক পদ’‌ নিয়ে মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,কী বললেন তিনি?

তৃণমূলে ‘‌এক ব্যক্তি এক পদ’‌ নিয়ে কথা বলাকে দলবিরোধী মন্তব্য বলেই মনে করছেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই সব কেউ কেউ রটিয়ে দিচ্ছে। এই রকম কোনও সিদ্ধান্ত দলে হয়নি।

কলকাতা পুরনিগম ভোটের অনেক আগে থেকেই ‘‌এক ব্যক্তি এক পদ’‌ বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা চলছিল। কলকাতা পুরনিগম ভোটের পর রাজ্যের বিভিন্ন জেলায় পুর এলাকায় যখন প্রার্থী পদ নিয়ে আলোচনা হয়, তখনও এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই বিষয়টি কার্যকরী করতে এর আগে সবচেয়ে বেশি সক্রিয় হতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দল কী এটা চাইছে। দলের মধ্যে দু–চারজন যুব নেতারা অভিষেকের সমর্থনে কথা বলছেন ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে সবাই কী চাইছে তা কিন্তু স্পষ্ট নয়। এই প্রেক্ষাপটে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌যারা এই নীতি প্রচার করছে, তাঁরা আসলে দলের বিরুদ্ধে বলছে। দলবিরোধী কাজ করছে। ফিরহাদ হাকিম সেটা বুঝিয়ে দিয়েছে।’‌

তবে উল্লেখ্যযোগ্য বিষয়, এদিন অভিষেকের পরিবার অর্থাৎ বন্দ্যোপাধ্যায় পরিবারের তরফে অভিষেকের পাশে দাঁড়িয়ে ‘‌এক ব্যক্তি এক পদ’‌ নীতিকে সমর্থন করা হয়। নতুন প্রজন্ম যে অভিষেকের নীতিকে সমর্থন করছে তা দেবাংশু ভট্টাচার্য ও সুদীপ রাহাদের মন্তব্য থেকেই স্পষ্ট। কাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন। এখন দেখার সেখান থেকে এই বিষয়ে দলনেত্রী কোনও বার্তা দেন কিনা। তবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, দলে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

বন্ধ করুন