বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Covid 19 in Kolkata: কোভিড বাড়তেই করোনা পরীক্ষা শুরু করেছে শহরের বেসরকারি হাসপাতালগুলি

Covid 19 in Kolkata: কোভিড বাড়তেই করোনা পরীক্ষা শুরু করেছে শহরের বেসরকারি হাসপাতালগুলি

চলছে করোনা পরীক্ষা। প্রতীকী ছবি

ফোর্টিস হাসপাতালে বর্তমানে দুজন কোভিড রোগী ভরতি রয়েছেন। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লে বেড সংখ্যা আরও বাড়ানো হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এই হাসপাতালে যে দুজন কোভিড রোগী ভরতি রয়েছেন তার মধ্যে একজনের বয়স ৭৪ বছর এবং অপর জনের বয়স ৬৫ বছর। 

ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভারতের বেশকিছু জায়গায় ইতিমধ্যেই সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। আর এই অবস্থায় কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল জ্বরের মতো লক্ষণের জন্য রোগীদের পরীক্ষা শুরু করেছে। এরমধ্যে বেশ কয়েকজনের করোনা ধরা পড়েছে। গত সপ্তাহে ৬ জন কোভিড পজিটিভ রোগীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এই অবস্থায় অনেক হাসপাতাল কোভিড রোগীদের বেড আলাদা করার ওপর জোর দিচ্ছে। আবার কোভিড পরীক্ষার জন্য ক্লিনিকগুলিকে পুনরায় সক্রিয় করছে।

আমরি হাসপাতালে গত ৩০ মার্চ একজন কোভিড রোগী ভরতি হয়েছেন। এছাড়াও, উডল্যান্ডস এবং ফোর্টিস হাসপাতালে যথাক্রমে ৩ এবং ২ জন কোভিড রোগী ভরতি রয়েছে। এরপরেই আমরি হাসপাতাল কোভিড পরীক্ষার ওপর জোর দিয়েছে। আমরিতে ভরতি হওয়া ওই কোভিড রোগীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় প্রথমে তাঁকে আইসিইউতে চিকিৎসা করা হয় এবং পরে আলাদা বেডে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই রোগী স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। আমরি হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোভিড রোগীর সংখ্যা বাড়লে আলাদা ওয়ার্ড করা হবে। সেগুলি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আইসিইউ শয্যাগুলিও চিহ্নিত করা হয়েছে। এছাড়া কলকাতায় আমরি হাসপাতালের তিনটি শাখাতেই কোভিড পরীক্ষা শুরু হয়েছে।

ফোর্টিস হাসপাতালে বর্তমানে দুজন কোভিড রোগী ভরতি রয়েছেন। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লে বেড সংখ্যা আরও বাড়ানো হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এই হাসপাতালে যে দুজন কোভিড রোগী ভরতি রয়েছেন তার মধ্যে একজনের বয়স ৭৪ বছর এবং অপর জনের বয়স ৬৫ বছর। দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

উডল্যান্ডস হাসপাতালে ভরতি থাকা ৩ জন কোভিড রোগীর চিকিৎসা চলছে আইসোলেশন বেডে। হাসপাতালের সিইও এবং এমডি রূপালী বসু বলেন, চিকিৎসকদের পরামর্শে করোনা উপসর্গ থাকা রোগীদের পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে, মণিপাল হাসপাতালেও কোভিড পরীক্ষা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কোভিড পজিটিভ রোগী পাওয়া যায়নি। হাসপাতালের তরফে জানানো হয়েছে যাদের উপসর্গ রয়েছে শুধুমাত্র তাদের পরীক্ষা করা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.