বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Junior Doctor Agitation: 'জল ভেবে আন্দোলনের আগুনে কেরোসিন ঢেলে দিয়েছেন… সবের মূলে মমতা,' লিখলেন অমিত

Junior Doctor Agitation: 'জল ভেবে আন্দোলনের আগুনে কেরোসিন ঢেলে দিয়েছেন… সবের মূলে মমতা,' লিখলেন অমিত

স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

এক মাস হয়ে গিয়েছে। উৎসবে ফেরার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফেরার জন্য জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা কাজে ফিরছেন না। তাঁরা এখনও আন্দোলনে। কারণ তাঁদের দাবি মেটেনি। তাঁরা আন্দোলন তুললেন না। তাঁরা কর্মবিরতি তুলনেন না।

রাত বাড়ছে। স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। নবান্নে আলোচনায় ডেকেছিলেন জুনিয়র চিকিৎসকদের। কিন্তু সেই মেলেও সাড়া দেননি জুনিয়র ডাক্তাররা। মমতা বন্দ্যোপাধ্য়ায় নবান্নে অপেক্ষা করছিলেন। একসময় তিনি নবান্ন থেকে চলে যান। আর জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিলেন যে মেলটা করা হয়েছিল তা অপমানজনক। আমরা যাব না। তবে আলোচনার দরজা খোলা থাকবে।

এবার এনিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে খোঁচা দিলেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য।

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন,' কলকাতায় জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ চলছে। দেখে মনে হল কেউ যেন এইমাত্র আগুনে গ্যালন গ্যালন কেরোসিন ঢেলে দিয়েছেন। জল ভেবে তিনি কেরোসিন ঢেলে দিয়েছেন। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সমস্ত দুর্নীতিগ্রস্তরা একই জায়গায় রয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুর মূলে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ দিয়ে শুরু হোক।' লিখেছেন অমিত মালব্য।

 

এক মাস হয়ে গিয়েছে। উৎসবে ফেরার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফেরার জন্য জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা কাজে ফিরছেন না। তাঁরা এখনও আন্দোলনে। কারণ তাঁদের দাবি মেটেনি। তাঁরা আন্দোলন তুললেন না। তাঁরা কর্মবিরতি তুলনেন না।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন ৬টা ১০এ মেল গিয়েছে। ১০জন চাইলে আসতে পারেন। মুখ্যমন্ত্রী নবান্নে তাঁর ঘরে অপেক্ষা করছিলেন। …কিন্তু মেলের উত্তর আসেনি। মাননীয়া মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে যান। সুপ্রিম কোর্ট ৫টায় কর্মবিরতি তোলার কথা বলেছিল। কিন্তু ওদিক থেকে সাড়া মেলেনি।

আর জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছিলেন, 'এই মেলকে সদর্থক হিসাবে দেখছি না। আলোচনার পথ খোলা রাখতে চাই। হেল্থ সচিবের কাছ থেকে ইমেল আসা কষ্টকর। নট মোর দ্যান ১০জন, এটাকে অসম্মানজনক বলে মনে করছি। যেভাবে মেল এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলে সাড়া দেওয়ার জায়গায় আমরা নেই। এরপরেও রাজ্য সরকার যদি ৫টা দাবির ব্যাপারে সদর্থক বার্তা পাই সেক্ষেত্রে কোথাও যাব কি না সেটা ভেবে দেখতে পারি। নবান্ন থেকে মেল আমরা পাইনি। স্বাস্থ্যসচিবের মেল থেকে একটা মেল পেয়েছি। অনেক নমনীয়ভাবে বলতে পারতেন। আমি জানি না নবান্নতে বসে কী হচ্ছে। আলোচনার পথ খোলা। আন্দোলনের ৩২দিন পরে যেভাবে অপমানজনক ভাবে ডাকা হল এই মেলে সাড়া দিতে পারছি না। আমরা যেভাবে অবস্থান বিক্ষোভে বসে রয়েছি সেভাবেই থাকব। আমরা চাই ১০-১২জনের টিম যেতে পারে না।

বাংলার মুখ খবর

Latest News

‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের? মেয়ের সুবিচারের দাবিতে পুজোর ৪ দিন ধরনায় বসতে চলেছেন RG করের নির্যাতিতার বাবা মা কোরানেই রয়েছে শান্তি ফেরানোর চাবিকাঠি, সকলকেই মুসলমান হতে হবে: জাকির নায়েক ‘বিয়ে দিয়ে দেবে নাকি?’ বাড়িতে দুম করে হাজির অতিথি! চিন্তায় পড়ে গেলেন শ্রাবন্তী জাতীয় শিবিরে সাহালকে ছাড়া হচ্ছে না, জানালেন মোলিনা! ৬ ফুটবলার ছাড়ার সিদ্ধান্ত…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.