বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sonali Guha: দিদিকে বলো কর্মসূচিতে যোগ না দেওয়ায় টিকিট দেননি অভিষেক, অভিযোগ সোনালী গুহর

Sonali Guha: দিদিকে বলো কর্মসূচিতে যোগ না দেওয়ায় টিকিট দেননি অভিষেক, অভিযোগ সোনালী গুহর

সোনালী গুহ

আমি বললাম, আমার বাচ্চা ছোট, আমি থাকতে পারব না। তখন আমাকে বলল, তাহলে তুমি রেস্ট নেও। আমি বললাম, বাবু তুই বলছিস আমি রেস্টে নেব? আমি সেদিনই বুঝেছিলাম যে আমি টিকিট পাবো না।

অভিষেকের কথা মতো ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বাড়ির বাইরে রাত্রিবাস না করতে পারায় বিধানসভা নির্বাচনে টিকিট পাইনি। এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী সোনালী গুহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মিথ্যা প্রতিজ্ঞা করা অভিষেকের পুরনো অভ্যাস।

এদিন সোনালী দেবী বলেন, ‘আমার কী অপরাধ ছিল যে টিকিট দেওয়া হল না? আমার তো এই ঘর দেখছেন। পুরনো তিন তলা বাড়ি, শ্বশুরমশাইয়ের করে যাওয়া। ২০১৬ সাল পর্যন্ত আমি MLA ল্যাডে প্রথম হয়েছিলাম। তাহলে আমাকে টিকিট না দেওয়ার কারণটা কী?’

তিনি জানান, ‘অভিষেক একটা বৈঠক ডেকেছিলেন। ২০১৯ – ২০-র পরে। তখন অভিষেক আমাকে বলেন, সোনালী পিসি তুমি কিন্তু দিদিকে বলো কর্মসূচিতে রাত্রে থাকছ না। আমার তখন পায়ে একটা অপারেশন হয়েছে। আমি বললাম, আমার বাচ্চা ছোট, আমি থাকতে পারব না। তখন আমাকে বলল, তাহলে তুমি রেস্ট নেও। আমি বললাম, বাবু তুই বলছিস আমি রেস্টে নেব? আমি সেদিনই বুঝেছিলাম যে আমি টিকিট পাবো না’।

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির মাথা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় দুর্নীতি হচ্ছে, মাথাটা কে? অনেকে বলেন, আমি শহিদ মিনার মঞ্চে দাঁড়িয়ে বলছি আমার যদি ১ শতাংশ দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। উনি তো বলেছিলেন, সৌমিত্র খাঁ যদি বিজেপি থেকে জেতে তাহলে রাজনীতি ছেড়ে দেব। এরকম অনেক ভুয়ো প্রতিজ্ঞা আমি ওনাকে করতে শুনেছি’।

 

বন্ধ করুন