বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sonali Guha: অবশেষে BJP-তে ঠাঁই পেলেন সোনালি গুহ, হলেন মহিলা মোর্চার কর্মসমিতির সদস্য

Sonali Guha: অবশেষে BJP-তে ঠাঁই পেলেন সোনালি গুহ, হলেন মহিলা মোর্চার কর্মসমিতির সদস্য

সোনালি গুহ 

মহিলা মোর্চার নবনিযুক্ত সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন, ‘সোনালিদেবী অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি আমাদের সঙ্গে কাজ করতে চাইছিলেন। আমরা ওনাকে আমাদের কর্মসমিতির সদস্যপদ দিলাম। নিজের জেলাতেই ওনাকে কী ভাবে কাজে লাগানো যায় দেখব।’

অবশেষে বিজেপিতে ঠাঁই পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী সোনালি গুহ। তাঁকে মহিলা মোর্চার রাজ্য কর্মসমিতির সদস্য করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে অবশ্য সাবধানী সোনালিদেবী। শুধু বলেছেন, দল যে দায়িত্ব দেবে তা পালন করব।

দীর্ঘ ২ বছরের বিরতির পর মে - মাসের শুরু থেকে ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন তৃণমূলের ৪ বারের বিধায়ক সোনালি গুহ। তবে সোনালিকে দলে নেওয়া হবে কি না তা নিয়ে বিজেপি অন্দরেই দ্বিমত ছিল। অবশেষে মহিলা মোর্চার ১২১ জনের কর্মসমিতির একজন সদস্য হলেন তিনি।

মহিলা মোর্চার নবনিযুক্ত সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন, ‘সোনালিদেবী অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি আমাদের সঙ্গে কাজ করতে চাইছিলেন। আমরা ওনাকে আমাদের কর্মসমিতির সদস্যপদ দিলাম। নিজের জেলাতেই ওনাকে কী ভাবে কাজে লাগানো যায় দেখব।’

সোনালি গুহ সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন। যে কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর বিজেপি সক্রিয় হওয়ার ঘোষণা করেই সোনালিদেবী অভিষেকের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন। এমনকী অভিষেকের জন্মবৃত্তান্ত নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

এব্যাপারে সোনালিদেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দায়িত্ব পেয়ে ভালো লাগছে। দলের সঙ্গে কথা বলে কী করে কাজ করব তা জেনে নেব।’

 

 

বন্ধ করুন