বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sonali Guha: পার্থর গ্রেফতারি থেকে কয়লা - গরু পাচার, সব কিছুর আগাম খবর ছিল মমতার কাছে: সোনালী

Sonali Guha: পার্থর গ্রেফতারি থেকে কয়লা - গরু পাচার, সব কিছুর আগাম খবর ছিল মমতার কাছে: সোনালী

সোনালী গুহ। ফাইল ছবি

পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, আমার মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। তখন সিবিআই অফিসাররা বলেছিলেন, মমতা ব্যানার্জি মানে কি আপনি মাননীয় সিএম-এর কথা বলছেন? তখন পার্থ চ্যাটার্জি ঘাড় নেড়ে সম্মতি দিয়েছিলেন। চার বার ফোন করেছিলেন মমতাদিকে। মমতাদি ফোন ধরেননি।

পার্থর গ্রেফতারি থেকে গরু - কয়লা পাচার, সব খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। ২০২১ সালে ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তার পর বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর ফের রাজনীতির ময়দানে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন সোনালী। আর প্রকাশ্যে এসেই তিনি দাবি করেন, আমি মুখ খুললে বিস্ফোরণ হবে।

এদিন সোনালী গুহ বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় যে ধরা পড়বেন সেটা মনে হয় মমতা দি জানতেন। কোনও ভাবে জেনেছিলেন। ২ বছর আগের ২১ জুলাইয়ের অনুষ্ঠান দেখলে বুঝতে পারবেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে উল্লেখ করেননি। পার্থ চট্টোপাধ্যায়কে (গ্রেফতারির পর ইডির আধিকারিকরা) বলেছিলেন আপনার কার কার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। উনি বলেছিলেন, আমার দাদা অসুস্থ, দাদার সঙ্গে কথা বলতে পারব না, আর মেয়ে বিদেশে থাকে, আমার মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। তখন সিবিআই অফিসাররা বলেছিলেন, মমতা ব্যানার্জি মানে কি আপনি মাননীয় সিএম-এর কথা বলছেন? তখন পার্থ চ্যাটার্জি ঘাড় নেড়ে সম্মতি দিয়েছিলেন। চার বার ফোন করেছিলেন মমতাদিকে। মমতাদি ফোন ধরেননি। তাহলে কি মমতাদি এটা জানতেন যে পার্থ চ্যাটার্জি গ্রেফতার হবে? এটাই তো মানুষের মনে প্রশ্ন থেকে যায়’।

সোনালী গুহর প্রশ্ন, ‘এতবড় দুর্নীতি হল, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যের প্রধান, ওনার কাছে কোনও ইন্টেলিজেন্স (গোপন খবর) নেই, এত গরুপাচার হচ্ছে, এত বালি, এত কয়লা চুরি উনি কিছুই জানতেন না? নিশ্চই আছে।’

 

বন্ধ করুন