দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন রেশন ডিলাররা। এবার রেশন ডিলারদের সেই দাবিকে নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রেশন ডিলারদের কমিশন বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে ২০০ টাকা করতে হবে।
রেশন ডিলাররা আগে কুইন্টাল পিছু ৭০ টাকা করে কমিশন পেতেন। তবে সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক রেশন ডিলারদের জন্য কমিশন আরও ২০ টাকা বাড়িয়েছে, অর্থাৎ বর্তমানে রেশন ডিলাররা কুইন্টাল পিছু ৯০ টাকা করে কমিশন পেয়ে থাকেন। এবার সেই কমিশন বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানালেন সৌগত রায়। প্রসঙ্গত, সম্প্রতি খাদ্যমন্ত্রীদের সম্মেলনে একাধিক রাজ্যের খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানিয়েছেন। সেই বিষয়টি চিঠিতে উল্লেখ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা বিবেচনা করার আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ।
সৌগত রায় চিঠিতে উল্লেখ করেছেন, আগে রেশন ডিলাররা অসাধু উপায়ে রোজগার করতেন। সেক্ষেত্রে ভুয়ো রেশন কার্ড রেখে আবার কালোবাজারি করে রেশন ডিলাররা লাভ করতেন। তবে এখন অনলাইন পদ্ধতি চালু হাওয়ায় অসাধু উপায়ে আয় করার জায়গা নেই। তাই তাদের সমস্যার সমাধান করা হোক। এদিকে, সৌগত রায়ের চিঠি প্রসঙ্গে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘বিভিন্ন রাজ্যের সাংসদেরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন। আমরা আমাদের দাবি আদায়ের জন্য সরব হয়েছি। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাব।’
প্রসঙ্গত, গত মার্চে ১১ দফা দাবি জানিয়ে সংসদ অভিযান করেন দেশের রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে সংসদ অভিযানের মাধ্যমে গণ ডেপুটেশন দেওয়া হয়। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি চলে। এ রাজ্যের রেশন ডিলাররাও তাতে যোগ দেন। রেশন ডিলারদের দাবি ছিল, তাঁদের মাসিক আয় ৫০ হাজার টাকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কুইন্টাল পিছু কমিশন বাড়ানোর দাবিও জানান তাঁরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup