মোমিনপুরের ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদের দাবি, দক্ষিণ কলকাতায় সহিংসতার ঘটনা পূর্ব পরিকল্পিত ভাবে ঘটিয়েছে তৃণমূল। পাশাপাশি তাঁর আরও দাবি, দুর্নীতির ইস্যুতে থেকে আম জনতার নজর ঘোরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোমিনপুর সহিংসতার বিষয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘তৃণমূল কংগ্রেস পূর্ব পরিকল্পিত ভাবে এটা ঘটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে সাম্প্রদায়িক সহিংসতার দিকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গ পরিণত হয়েছে পশ্চিম বাংলাদেশে।’
লক্ষ্মীপুজোর দিন থেকে অশান্তির অভিযোগ উঠেছিল একবালপুর, মোমিনপুর এলাকা থেকে। গতকাল রাতে একবালপুর থানায় ভাঙচুরের অভিযোগ ওঠে। এই আবহে বিজেপি নেতারা সরব হয়েছিলেন গতরাত থেকেই। আজকেই মোমিনপুর যাওয়ার পথে আটক হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আবহে এবার কলকাতা পুলিশের কমিশনার বীনিত গোয়েল নির্দেশিকা জারি করে জানালেন আগামী ১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে একবালপুর থানা এলাকায়। এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, সে জন্য বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে সেখানে।
অন্যদিকে শনিবার মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। টুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং মাননীয় রাজ্যপাল শ্রী লা গণেশনকে চিঠি লিখে তাঁদের অনুরোধ করেছি যাতে মমিনপুর সহিংসতা এবং একবালপুর থানার লুটপাটের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই যেন এই পদক্ষেপ করা হয়।’