নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যের সচিবালয়ে মিনিট ৪৫-র মতো ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি। তবে দিনকয়েক আগেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) মঞ্চে সাক্ষাতের পরে আজ মমতা ও সৌরভের মধ্যে ঠিক কী কথা হয়েছে, তা স্পষ্ট নয়। পশ্চিম মেদিনীপুরে সৌরভের প্রস্তাবিত কারখানা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, সে বিষয়েও কিছু জানানো হয়নি। তারইমধ্যে সৌরভ জানিয়েছেন যে শালবনিতে মোটেও এক টাকা জমি পাননি। সরকারি টেন্ডারের মাধ্যমে ৩৫০ একরের জমির জন্য ১০০ কোটি টাকা খরচ করেছেন।
জমিজট হয়েছে, চলছে মামলা
আর সৌরভ যে জমি কিনেছেন, তা আগে প্রয়াগ গ্রুপের হাতে ছিল। প্রয়াগের তরফে দাবি করা হয়েছে যে ওই জমির বর্তমান বাজারমূল্য ২,৭০০ কোটি টাকা।পুরো বিষয়টি নিয়ে জট তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিও আছে। আগামিকাল বাজেটও আছে। সেই আবহে মুখ্যমন্ত্রী ও সৌরভের যে সাক্ষাৎ হয়েছে, তাতে জমির বিষয়টি উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল।
‘সৌরভ আজ কিছু বলেনি..’, বিজিবিএসে বলেন মমতা
এমনিতে গত ৫ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে সৌরভ যখন ভাষণ দেন, তখন তাঁর প্রস্তাবিত কারখানার বিষয়ে কিছু জানাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই আবহে মুখ্যমন্ত্রী বলেন, 'সৌরভ আজ কিছু বলেনি। কিন্তু আমি যতদূর জানি, সৌরভও এখানে স্টিলপ্ল্যান্ট করছে।' সেই মন্তব্যের পরে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী দাবি করেন যে আদালতে বিষয়টি বিচারাধীন আছে বলে নিজের প্রস্তাবিত কারখানা নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ।
সৌরভের কারখানা পশ্চিম মেদিনীপুরেই হবে, আশাবাদী বণিক মহল
তারইমধ্যে সৌরভের কারখানা নিয়ে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ইতিবাচক কোনও খবর না মেলায় হতাশ হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের বণিক মহল। বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরের বণিকসভার সম্পাদক চন্দন বসু জানিয়েছেন, বিজিবিএসের মঞ্চ থেকে এবার সৌরভের কারখানার বিষয়ে কোনও ভালো খবর শোনা যাবে বলে আশা করেছিলেন। কিন্তু আদতে সেরকম কিছু হয়নি। তাতে জেলার বণিকসভা হতাশ হয়ে গিয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরেই সৌরভের কারখানা হবে বলে আশাপ্রকাশ করেছেন বণিকসভার সম্পাদক।