বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অস্বস্তি হতেই চিকিৎসককে ফোন, সঠিক সময় সঠিক সিদ্ধান্তের ফলে স্থিতিশীল সৌরভ

অস্বস্তি হতেই চিকিৎসককে ফোন, সঠিক সময় সঠিক সিদ্ধান্তের ফলে স্থিতিশীল সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

আপাতত স্থিতিশীল আছেন সৌরভ।

সময়ের যে গুরুত্ব কতটা, সে বিষয়ে তাঁর ধারণা নেহাত কম নয়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েই ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠেছিলেন। আর সৌরভ মৃদু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ঘুরেফিরে আসছে সেই সময় - যা চিকিৎসার পরিভাষায় ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে পরিচিত।

হাসপাতালের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, অস্বস্তির পর দ্রুত হাসপাতালে এসেছিলেন সৌরভ। নষ্ট করেননি কোনও সময়। তার ফলে দ্রুত যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই ‘গোল্ডেন আওয়ার’-এর কারণে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। একটি স্টেন্ট বসানোর পর আপাতত স্থিতিশীল আছেন সৌরভ।

একই কথা বলেছেন সৌরভের ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসু। নিউজ ১৮ বাংলায় তিনি বলেন, 'আমার সঙ্গে ডোনাদির কথা হয়। জিম করছিল দাদা। কিছু সমস্যা হচ্ছিল। মাথাটা কিছুটা ভারী লাগছিল। অস্বস্তি হচ্ছিল। বমি করেছিল। আমি আর কোনও সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে আসতে বলি। ডোনাদি সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে নিয়ে আসে এবং যা যা চিকিৎসা করা দরকার, তা করা হয়।' সঙ্গে তিনি যোগ করেন, ‘মূল বিষয়টি হচ্ছে গোল্ডেন আওয়ারের। এই যে দাদা ঠিক সময় চলে এল, ডোনাদি একেবারে ঠিকভাবে নিয়ে এল দাদাকে এবং তাড়াতাড়ি আসতে বলার সিদ্ধান্তটি সঠিক ছিল। তারপর আরও কিছু করা। কিন্তু গোল্ডেন আওয়ারটা গুরুত্বপূর্ণ। সেই সময় যদি দেরি হত, তাহলে হৃদপিণ্ডের আরও ক্ষতি হতে পারত।’ 

হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে যে ধমনী ব্লকেজের কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ, সেটির অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। ডানদিকের ধমনীতে রক্তপ্রবাহ স্বাভাবিক হয়েছে। আরও দুটি ধমনীতে ব্লকেজ আছে। সেখানে সামান্য সমস্যা আছে। তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত উঠে বসছেন সৌরভ। জ্ঞানও আছে তাঁর। রক্তচাপ ১৩০ এবং ৮০ আছে।

ময়দানের বক্তব্য, সময় জ্ঞানের জন্য ভারতের ক্রিকেটের অন্যতম ‘পাণ্ডব’ হয়ে উঠেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সময়ের সূক্ষ ব্যবধানে ব্যাটে বল ঠেকিয়ে নিখুঁত কভার ড্রাইভ মারতেন। অধিনায়ক হিসেবে সঠিক সময় নিতেন সঠিক সিদ্ধান্ত। আর ব্যক্তিগত জীবনে এত বড় ঘটনায় সেই সময় জ্ঞানেই কাটল বড়সড় উদ্বেগ।

বাংলার মুখ খবর

Latest News

অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ আপনি কী গর্ভবতী? স্ত্রীরোগ সচেতনতা দিবসে জানুন গর্ভাবস্থায় ভালো থাকার উপায় ‘দক্ষ মানুষদের কোণঠাসা করে রাখা হয় ভারতে,’ আমেরিকায় একলব্যের গল্প শোনালেন রাহুল বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে সিবিআই, রিপোর্ট তৈরিতে তৎপরতা বাবার সঙ্গে ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাচের সেরা হয়ে বললেন মুশির এক হাতে সন্তান, অন্য হাতে ফুড ডেলিভারি, সোনুর লড়াইকে বাহবা সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার!ক্ষোভ উগরে অঙ্কুশ লিখলেন 'আর ভালো…' নিম্নচাপ দুর্বল হলেও ভারী বৃষ্টি হবে মঙ্গলে! বুধ থেকে বর্ষণ বাড়বে, কোথায় কোথায়? রেলপথে পুনরায় চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.