
অগাস্টের শুরুতেই আসছে নিম্নচাপ, প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গের নীচু এলাকাগুলি
১ মিনিটে পড়ুন . Updated: 29 Jul 2020, 02:18 PM IST- এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যত্রও।
ভরা বর্ষায় ফের নিম্নচাপ ভ্রুকুটি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অগাস্টের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যা আঘাত প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে। যার জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এমনিতেই চলতি বর্ষায় বৃষ্টির বিরাম নেই। তার ওপর আসতে চলেছে নিম্নচাপ। জানা যাচ্ছে, অগাস্টের প্রথম সপ্তাহে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা ক্রমশ শক্তি সঞ্চয় করে নিম্নচাপের রূপ নিতে পারে।
পূর্বাভাস অনুসারে উত্তর – পশ্চিম দিকে অগ্রসর হবে ঘূর্ণাবর্তটি। শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে নিম্নচাপটি।
এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যত্রও। নিম্নচাপের জেরে পশ্চিমের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।
ভূভাগে প্রবেশের পর ছোটনাগপুরের মালভূমির ওপর দিয়ে এগিয়ে যাবে নিম্নচাপটি। যার ফলে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে সেখানে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ জল ছাড়তে পারে DVC-র বাঁধগুলি। যাতে পশ্চিমবঙ্গে নিম্নবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।