বীরভূম ও পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার বদল হল। রাজ্য পুলিশের ডিজির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে পূর্ব বর্ধমান ও বীরভূমের এসপি বদল করা হচ্ছে। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার হচ্ছেন সায়ক দে। বীরভূমের নতুন পুলিশ সুপার হচ্ছেন আমনদীপ। এতদিন বীরভূমের এসপি ছিলেন আইপিএস রাজনারায়ণ মুখোপাধ্য়ায়। তিনি যাচ্ছেন রাজ্য ট্রাফিক পুলিশে।
প্রসঙ্গত রাজনারায়ণ মুখোপাধ্য়ায় তিনি ছিলেন এসপি বীরভূম পদে। তিনি যাচ্ছেন এসপি ট্রাফিক রাজ্য পুলিশে। সায়ক দাস আইপিএস ছিলেন সিআইডির এসএস পদে। তিনি এবার হচ্ছে পূর্ব বর্ধমানের এসপি। অন্য়দিকে আইপিএস আমনদীপ ছিলেন পূর্ব বর্ধমানের এসপি পদে। তিনি যাচ্ছেন বীরভূমের এসপি পদে। তবে এটাকে রুটিন বদলি বলেই দাবি করা হচ্ছে।
এদিকে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের এই দুটি জেলা। তবে সবার উপরে বীরভূম। সেখানে রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকে। এই বীরভূমেই অতীতে হয়েছিল বগটুইয়ের মতো ঘটনা। সেই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। সেই সঙ্গেই এই বীরভূমেই শাসকদলের মধ্য়ে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকে। সেক্ষেত্রে বীরভূমের এসপি বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।