বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Heroin Recovered: মাদক কারবারি দম্পতির বিলাসবহুল গাড়িতে কোটি টাকার হেরোইন, উদ্ধার সল্টলেকে

Heroin Recovered: মাদক কারবারি দম্পতির বিলাসবহুল গাড়িতে কোটি টাকার হেরোইন, উদ্ধার সল্টলেকে

বড় প্যাকেটে থেকে ৫০০ গ্রাম হেরোইন ছাড়াও উদ্ধার করা হয়েছে ৩০ হাজারেরও বেশি ছোট প্যাকেট।

মাদক পাচারচক্রের জাল বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলেই মনে করছে পুলিশ। গ্রেফতার হওয়া দম্পতি পশুপালনের ব্যবসা করতেন। আড়ালে চলত মাদক কারবার। ধাপার মনপুর এলাকায় তাঁদের একটি ফ্ল্যাট আছে। মাদক তৈরি থেকে বিক্রির কাজ করত ওই দম্পতি। তাঁদের কাছ থেকেও প্রায় সাড়ে ৩ কিলোগ্রাম হেরোইন মিলেছিল। 

এবার সল্টলেকের সুকান্তনগরে গ্রেফতার হওয়া মাদক কারবারি দম্পতির দুটি বিলাসবহুল গাড়ি থেকে কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। একটি বড় প্যাকেটে থেকে ৫০০ গ্রাম হেরোইন ছাড়াও উদ্ধার করা হয়েছে ৩০ হাজারেরও বেশি ছোট প্যাকেট। তার মধ্যেও হেরোইন ছিল। ওই প্যাকেটগুলিতে ঠাসা ছিল বহুমূল্য হেরোইন। শহরেরই নানা প্রান্তে তা পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

এদিকে মাদক কারবারি দম্পতি মোমিন খান এবং মেহতাব বিবি সুকান্তনগরের আবাসনে পাঁচতলার ফ্ল্যাটে এসি ঘরে ছাগলের খোঁয়াড়ের আড়ালে মাদক তৈরির কারবার চালাত বলে অভিযোগ। গত ১৬ মার্চ ওই দম্পতিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। এবার তাদের বিলাসবহুল গাড়িতেও লুকোনো মাদকের সন্ধান মিলল। যার বাজারদর কয়েক কোটি টাকা। বিধাননগরের নাওডাঙা থেকে লাখ লাখ টাকার হেরোইনের লেনদেন হতো। ধৃতদের জেরা করে এখন একের পর এক তথ্য উঠে আসছে।

অন্যদিকে আজ, বুধবার শহরে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকার। সল্টলেক সুকান্তনগরে মাদক কারবারির বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা ও ৫ কেজি মাদক উদ্ধার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, মাঝরাতে নওডাঙার ওই সেক্টরেই আবার অভিযান চালানো হয়। সেখানেই দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পাওয়া যায়। দুটি গাড়িতেই প্রচুর হেরোইন মজুত করা ছিল। একটি ব্যাগে ভর্তি ছিল হেরোইন। আর দুটি গাড়িতে ৩০ হাজার ছোট ছোট প্যাকেট পাওয়া গিয়েছে। সবকটিতেই রয়েছে বহুমূল্য ড্রাগ। সব মিলিয়ে যার বাজারদর হতে পারে ৫ কোটি টাকার বেশি।

এছাড়া মাদক পাচারচক্রের জাল বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলেই মনে করছে পুলিশ। গ্রেফতার হওয়া দম্পতি পশুপালনের ব্যবসা করতেন। আড়ালে চলত মাদক কারবার। ধাপার মনপুর এলাকায় তাঁদের একটি ফ্ল্যাট আছে। মাদক তৈরি থেকে বিক্রির কাজ করত ওই দম্পতি। তাঁদের কাছ থেকেও প্রায় সাড়ে ৩ কিলোগ্রাম হেরোইন মিলেছিল। এই পাচারচক্রে আর কারা জড়িয়ে রয়েছে সেটা এখন জানার চেষ্টা করছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.