কলকাতার রাস্তায় অন্যতম বড় সমস্যা হল যানজট। তবে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার ফলে শহরের যানবাহনের গতি অনেকটাই বেড়েছে। গত ডিসেম্বরে সমীক্ষা চালিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। তাতে এমনই তথ্য জানা গিয়েছে। সমীক্ষা অনুযায়ী, অক্টোবরের তুলনায় ডিসেম্বরে শহরের যানবাহনের গতি ২.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের মাঝামাঝিতে এই স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হয়েছে। সিগন্যালে অহেতুক গাড়িকে আটকে রাখা হচ্ছে না। একটি রাস্তায় একাধিক সিগন্যালিং ব্যবস্থা থাকলে দ্রুত তা সমন্বয় করা সম্ভব হচ্ছে। কলকাতা পুলিশের ট্র্যাফিকের ডেপুটি কমিশনার সুনীল যাদব জানিয়েছেন, ‘আমরা শহরের রাস্তায় ট্র্যাফিকের গতি বাড়ানোর চেষ্টা করছি। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার সাহায্যে গতি অনেকটাই বাড়ানো সম্ভব হয়েছে।’
আগামিদিনে গতি আরও বাড়বে বলে তাঁর আশা। প্রসঙ্গত, কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে গত অক্টোবর এবং ডিসেম্বরে শহরের বিভিন্ন রাস্তা নিয়ে সমীক্ষা করা হয়েছে। তাতে জানা গিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরে রাস্তায় যানবহনের গতি বেড়েছে। তবে শহরের একাধিক রাস্তায় গতি বাড়লেও বেশ কিছু রাস্তায় গতি এখনও গড়ে ঘণ্টায় ১৯ কিলোমিটার। সেই সমস্ত রাস্তায় যানবাহনের গতি বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত ওই সমস্ত রাস্তায় যানবাহনের গতি বাড়বে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, যানবাহনের গতি বাড়ার আরও অন্যতম একটি কারণ হল, ভিআইপিদের যাতায়াতের সময় বাড়তি সুযোগ বন্ধ করে দেওয়া। আগে ভিআইপিদের তালিকায় অনেকেই ছিলেন। তবে এখন সেই তালিকা থেকে অনেকেই কাটছাঁট করা হয়েছে। বর্তমানে ১৫ জন রয়েছে ভিআইপিদের তালিকায়। শুধুমাত্র এই সমস্ত ভিআইপিদের যাতায়াতের সময় রাস্তার সিগন্যাল সবুজ করে দেওয়া হয়। ফলে যানবাহনের গতিও কিছুটা বেড়েছে বলে মনে করছে পুলিশ। অন্যদিকে, শুধু যে গতি বেড়েছে তাই নয়, যানবাহন চলাচল নিয়েও সমীক্ষা করেছে পুলিশ। তাতে জানা গিয়েছে, মেট্রোপলিটন বাইপাস হল শহরের ব্যস্ততম রাস্তা। স্পিড ক্যামেরা ব্যবহার করে এই সমীক্ষা চালানো হয়েছে।