বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শ্রীরামপুর হাসপাতালে কাউন্সিলরের গুন্ডাদের মারে ভাঙল নিরাপত্তারক্ষীর ঠ্যাং

শ্রীরামপুর হাসপাতালে কাউন্সিলরের গুন্ডাদের মারে ভাঙল নিরাপত্তারক্ষীর ঠ্যাং

প্রতীকি ছবি

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, তোলাবাজি করতে হাসপাতালে ঢোকে রাজেশ শায়ের পোষা গুন্ডারা। তোলা দিতে অস্বীকার করেন ভিকি সিং নামে ওই অস্থায়ী নিরাপত্তারক্ষী।

তোলা দিতে অস্বীকার করায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের অস্থায়ী নিরাপত্তারক্ষীকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নির্দল কাউন্সিলরের পোষা গুন্ডাদের বিরুদ্ধে। অভিযোগ শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রাজেশ শার বিরুদ্ধে। রাজেশবাবুর আবার দাবি রোগীর আত্মীয়রা ঠেঙিয়ে ওই নিরাপত্তারক্ষীর পা ভেঙে দিয়েছে।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, তোলাবাজি করতে হাসপাতালে ঢোকে রাজেশ শায়ের পোষা গুন্ডারা। তোলা দিতে অস্বীকার করেন ভিকি সিং নামে ওই অস্থায়ী নিরাপত্তারক্ষী। এর পর মেরে তার ঠ্যাং ভেঙে দেয় গুন্ডারা।

অভিযোগ অস্বীকার করে রাজেশবাবু বলেন, ‘আমি তো ওখানে ছিলামই না। ফলে আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? হাসপাতালের কর্মীরা প্রসূতি বিভাগে ভর্তি রোগীদের আত্মীয়দের কাছ থেকে টাকা চান। এর জেরে হাসপাতালের কর্মীদের মারধর করেন রোগী আত্মীয়রা। তাতেই ভিকির পা ভেঙেছে।’

এই নিয়ে শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, ‘মারপিটের কথা শুনেছি। একজন নিরাপত্তারক্ষীর পা ভেঙেছে। কে বা কারা মারল তা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি।’

বন্ধ করুন