বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC: কোথায় পুজো? ষষ্ঠীতেও রাস্তায় বসে আন্দোলনকারীরা,অঝোরে কান্না

SSC: কোথায় পুজো? ষষ্ঠীতেও রাস্তায় বসে আন্দোলনকারীরা,অঝোরে কান্না

এসএসসি আন্দোলনকারীরা এভাবেই দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন। ফাইল ছবি

বাস্তবিকই গোটা শহর জুড়ে শুধুই আনন্দ। কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে যেন জমাট বাঁধা বঞ্চনার আঁধার। দিনের পর দিন, মাসের পর মাস ধরে চাকরির দাবিতে ধরনায় বসেছেন তাঁরা। কীভাবে চাকরি মিলবে সেটাও জানেন না তাঁরা।

ষষ্ঠীতে গোটা কলকাতা মহানগরী ভাসছে পুজোর আনন্দে। সমাজের প্রান্তিক মানুষটাও বছরের এই সময়টাতে একটু অন্যরকমভাবে কাটান। তবে গান্ধী মূর্তির পাদদেশের ছবিটা বদলায়নি এদিনও। অঝোরে কাঁদছেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষা দিয়েছিলেন। পাশও করেছিলেন। কিন্তু চাকরিটা পাননি। প্রকৃত যোগ্যদের ভাগ্যে চাকরি জোটেনি। চাকরি পেয়েছেন অযোগ্যরা। তারা পুজোর আনন্দে গা ভাসিয়েছেন। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীরা আজও চোখের জল ফেললেন।

এক আন্দোলনকারী বলেন, ওটা তো আমাদের হকের চাকরি। এখানে আসার কথা ছিল না। পরিস্থিতিতে পড়ে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। মুখ্যমন্ত্রীই পারেন এই পরিস্থিতির উন্নতি করতে। আর আমরা সহ্য করতে পারছি না। গলা বুজে আসে তাঁর। অপর এক আন্দোলনকারী বলেন, আজ যখন ট্রেনে চেপে আসছিলাম দেখলাম আরও অনেকে আসছেন কলকাতায়। নতুন জামাকাপড় পরে কলকাতায় আসছেন তাঁরা। আর আমরা আসছি চাকরির জন্য ধরনায় বসতে। আর পারছি না। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে?

বাস্তবিকই গোটা শহর জুড়ে শুধুই আনন্দ। কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে যেন জমাট বাঁধা বঞ্চনার আঁধার। দিনের পর দিন, মাসের পর মাস ধরে চাকরির দাবিতে ধরনায় বসেছেন তাঁরা। কীভাবে চাকরি মিলবে সেটাও জানেন না তাঁরা। আদালতের প্রতি ভরসা রয়েছে তাঁদের। সেই ভরসাকে ভর করেই আজও সকাল হলেই চলে আসেন গান্ধীমূর্তির পাদদেশে। হয়তো কথা ছিল এই সময়টাতে তাঁরা স্কুলের পুজোর ছুটিতে পরিবারের সঙ্গে কাটাবেন। কিন্তু সেসব আর হল না এবারও। এবারও সেই আন্দোলনের পথে, ধুলো মাখা পথে বসে চোখের জল ফেললেন আন্দোলনকারীরা।

বন্ধ করুন