বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ঠগ বাছতে গাঁ উজাড়, গ্রুপ সিতে ৯০ শতাংশ OMR শিটেই কারচুপি হয়েছে, মানল SSC

ঠগ বাছতে গাঁ উজাড়, গ্রুপ সিতে ৯০ শতাংশ OMR শিটেই কারচুপি হয়েছে, মানল SSC

প্রতীকী ছবি

২০১৬ গ্রুপ সি নিয়োগে ওএমআর শিটে কারচুপি হয়েছিল বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় ৩,৪৭৭টি ওএমআর শিট SSC-কে ফের পরীক্ষা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আদালতের নির্দেশে ২০১৬ গ্রুপ সি নিয়োগের OMR শিট প্রকাশ করল SSC. বৃহস্পতিবার বিকেলে ৩,৪৭৭ জনের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে SSC-র ওয়েবসাইটে। তার মধ্যে ৩,১১৫ জনের ওএমআর শিটেই কারচুপি হয়েছে। ৩৬২ জনের ওএমআর শিটে কোনও কারচুপি হয়নি বলে জানিয়েছে SSC.

২০১৬ গ্রুপ সি নিয়োগে ওএমআর শিটে কারচুপি হয়েছিল বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় ৩,৪৭৭টি ওএমআর শিট SSC-কে ফের পরীক্ষা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর যে সমস্ত ওএমআর শিটে কারচুপি হয়েছে তাদের তালিকা ৯ মার্চের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনে ৩,১১৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে SSC. সূত্রের খবর, এদের মধ্যে অন্তত ৭০ জনের নম্বর কমানো হয়েছে। গত সপ্তাহেই আদালতে এই দুর্নীতির কথা উত্থাপিত হয়েছিল।

SSC-র তালিকা প্রকাশিত হতেই ফের বড় সংখ্যায় দুর্নীতিবাজদের চাকরি হারানো অবধারিত বলে মনে করছেন অনেকে। তেমনটা হলে এবার সংখ্যা ৩০০০ এর কাছাকাছি হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে গোটা বিষয়টিই নির্ভর করছে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরে।

 

বন্ধ করুন