বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গ্রুপ ডির ১,৯১১ শূন্যপদে নিয়োগে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ

গ্রুপ ডির ১,৯১১ শূন্যপদে নিয়োগে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ

(ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বেতন ফেরতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু শূন্যপদে নিয়োগপ্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। সেই আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা।

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ১,৯১১টি শূন্যপদে নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি হৃষিকেশ রায় ও সঞ্জয় কারালের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে। যার ফলে বরখাস্ত গ্রুপ ডি কর্মীদের বদলি পেতে আরও অপেক্ষা করতে হবে স্কুলগুলিকে।

গ্রুপ ডি দুর্নীতিতে বরখাস্ত ১,৯১১ জন অযোগ্য প্রার্থীর একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বেতন ফেরতের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই মামলায় বেতন ফেরতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু শূন্যপদে নিয়োগপ্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। সেই আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। সেই আবেদনের প্রেক্ষিতে গ্রুপ ডিতে ১,৯১১টি শূন্যপদে নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে এই মামলায় সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

SSC গ্রুপ ডি নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি প্রমাণিত হওয়ায় ১,৯১১ জনকে বরখাস্ত করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে তাদের বেতন ফেরতের নির্দেশ দেন তিনি। আদালতের নির্দেশে ইতিমধ্যে চাকরি গিয়েছে একাধিক তৃণমূল নেতা ও তাঁদের আত্মীয়দের। ওদিকে বহু স্কুলে গ্রুপ ডি কর্মীর চাকরি চলে যাওয়ায় তাদের কাজ ভাগ করে করতে হচ্ছে শিক্ষকদের।

 

বন্ধ করুন
Live Score