বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় CBI অনুসন্ধান নয়, তদন্তে বিশেষ দল: হাইকোর্ট

স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় CBI অনুসন্ধান নয়, তদন্তে বিশেষ দল: হাইকোর্ট

স্কুলে গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধান করবে না। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধান করবে না। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে নিয়োগ মামলায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে।

গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রাথমিকভাবে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, পর্ষদ এবং কমিশনের হলফনামা থেকেই স্পষ্ট যে নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা আছে। যেহেতু দুটিই সংস্থা রাজ্যের, তাই প্রাথমিকভাবে অনুসন্ধান করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। 

সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি ট্যান্ডন এবং বিচারপতি সামন্তের বেঞ্চ জানায়, নথি বলছে, দুর্নীতি হয়েছে। তবে বিরল ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। যেখানে রাজ্য প্রশাসনের সদর্থক ভূমিকা দেখা যায় না। তবে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। সেই দলে আছেন স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং হাইকোর্টের একজন করে প্রতিনিধি। দু'মাসের মধ্যে পুরো বিষয়টা ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে আগামিকালের মধ্যে কমিশনকে যাবতীয় সুপারিশপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য, ২০১৬ সালে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের যে সুপারিশ করেছিল রাজ্য সরকার, তাতে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষা ও ইন্টারভিউয়ের পর প্যানেল তৈরি করে দেয় কমিশন। অভিযোগ ওঠে, ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেলেও বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ উঠেছিল, বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল ২৫ জনকে। পরে আবারও ৫৪২ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

বাংলার মুখ খবর

Latest News

মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.