বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Recruitment Scam: SSC দুর্নীতি মামলায় ময়দানে ED! পার্থ, পরেশের বাড়ি-সহ ১৩ জায়গায় অভিযান

SSC Recruitment Scam: SSC দুর্নীতি মামলায় ময়দানে ED! পার্থ, পরেশের বাড়ি-সহ ১৩ জায়গায় অভিযান

মে'তে সিবিআই অফিসে পার্থ চট্টোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

SSC Recruitment Scam: শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীদের বাড়িতে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সবমিলিয়ে একসঙ্গে রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হল ইডি। কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, সবমিলিয়ে রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা। দুটি গাড়িতে সাত থেকে আটজন ইডির আধিকারিক পার্থের বাড়িতে আসেন। বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা আছেন। সূত্রের খবর, পার্থের বাড়িতে যে ইডি আসবে, সে বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল না। খবর পেয়ে পার্থের বাড়িতে আসেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: Mamata Banerjee on SSC Recruitment: 'লাখখানেক চাকরি দিতে গিয়ে ৫০-১০০ টি কেসে তো ভুল হতেই পারে', পার্থের পাশে মমতা

শুধু পার্থের বাড়িতে নয়, কোচবিহারের মেখলিগঞ্জে পরেশের বাড়ি, উপদেষ্টা কমিটির সদস্যের বাড়ি-সহ মোট ১৩ টি জায়গায় ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকেও। তবে বিষয়টি নিয়ে আপাতত মুখ খোলেননি পার্থ বা পরেশ বা উপদেষ্টা কমিটির সদস্যরাও। যাঁরা ইতিমধ্যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে ইডির তরফেও কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন: SSC Recruitment Scam: 'বিচারপতি গঙ্গোপাধ্যায় ভগবানের সমান', স্কুলে চাকরি পেয়ে চোখে জল ববিতার

তবে সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় গত এক মাসে দুটি পৃথক এফআইআর দায়ের করেছে ইডি। মূলত অর্থের লেনদেন নিয়ে তদন্ত করতেই অভিযান চালানো হচ্ছে। সিবিআই অপরাধমূলক ষড়যন্ত্রের দিকটি নিয়ে তদন্ত করছে। আর্থিক দিকটি তদন্ত করে দেখছে ইডি। সেই পরিস্থিতিতে কীভাবে টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।

বন্ধ করুন