বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Scam: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার

SSC Scam: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার

সুবীরেশ ভট্টাচার্য। ফাইল ছবি

সূত্রের খবর, অর্থের বিনিময়ে যে তালিকা তৈরি হয়েছিল সেব্যাপারে তিনি জানতেন। এমনকী শান্তিপ্রসাদ সিনহার সঙ্গেও তাঁর এনিয়ে যোগসূত্র ছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু গরমিলের ব্যাপারে তিনি চুপ করে থাকতেন বলে তদন্তে উঠে আসে।

এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে সুবীরেশ ভট্টাচার্য। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। সম্প্রতি সিবিআইয়ের টিম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ও তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হয়েছিল। সিবিআই সূত্রে খবর, একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে গোটা বিষয়টি জানতেন সুবীরেশ। তিনি সব জেনেও মুখ বন্ধ করে থাকতেন। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতারের ঘটনায় উত্তরবঙ্গে শিক্ষামহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

এভাবে উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা কোনও ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এর আগে তিনি বার বারই দাবি করেছেন পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। তবে তদন্তকারীদের দাবি, সব জেনেও তথ্য গোপন করতেন তিনি।

সূত্রের খবর, অর্থের বিনিময়ে যে তালিকা তৈরি হয়েছিল সেব্যাপারে তিনি জানতেন। এমনকী শান্তিপ্রসাদ সিনহার সঙ্গেও তাঁর এনিয়ে যোগসূত্র ছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু গরমিলের ব্যাপারে তিনি চুপ করে থাকতেন বলে তদন্তে উঠে আসে। এরপর সুবীরেশের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। কিন্তু সুবীরেশের বয়ানে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। এরপরই গ্রেফতারের সিদ্ধান্ত।

সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও প্রবল। এর আগে বাঁশদ্রোনীর ফ্ল্যাটে সিল করেছিল সিবিআই। এদিকে সোমবারই তাঁকে তলব করেছিল সিবিআই। একাধিক নথি তার সামনে হাজির করা হয়। কিন্তু বহুক্ষেত্রেই তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করা শুরু করেন। কার্যত তিনি বার বার অসহযোগিতা করছিলেন বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে বলে খবর।

 

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.