নিয়োগ দুর্নীতির তদন্তে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ ও কুন্তল ঘোষকে বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠাল আদালত। সোমবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। এই দুর্নীতিতে ধৃত শাহিদ ইমাম, চন্দন মণ্ডলসহ অন্য দালালদের ৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এদিন আদালতে সিবিআই জানায়, জেরায় কুন্তল জানিয়েছেন, তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন তাপস মণ্ডল। সেই টাকা দিতে অস্বীকার করায় কুন্তলের শিশুসন্তানকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস মণ্ডল। ওদিকে কুন্তল তাঁর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন বলে প্রমাণ দিতে পেরেছেন তাপস মণ্ডল। বাকি টাকা কুন্তল নিয়েছেন বলে লোকমুখে শুনেছেন বলে জানিয়েছেন তাপস।
ওদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিতে না চাওয়ায় প্রশ্ন তুলেছে আদালত। এদিন বিচারক প্রশ্ন করেন, কেস ডায়েরিতে দেখা যাচ্ছে সবাই শান্তিপ্রসাদকে টাকা দিয়েছেন বলে জানিয়েছেন। তাহলে তাঁকে কেন হেফাজতে নিচ্ছেন না। জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, শান্তিপ্রসাদকে হেফাজতে নিতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। এর পর বিচারক বলেন, আপনারা তো পনির ছাড়া পনির বাটার মশলা রান্না করার চেষ্টা করছেন দেখছি।